রিয়াধ, 10 এপ্রিল : ব্রিটেনের পর এবার কোরোনার থাবা সৌদির রাজ পরিবারে । সৌদির যুবরাজ আল সাউদের শরীরে মিলল ভাইরাসের হদিস । বর্তমানে তিনি রিয়াধ প্রদেশের অধিকর্তা । রাজপরিবারের আরও অনেকেরই শারীরিক অসুস্থতার কথা জানা গেছে । তাদের সকলকেই আইসোলেশনে পাঠানো হয়েছে । রাজপরিবারের সদস্যদের চিকিৎসার জন্য যে হাসপাতাল রয়েছে, সেখানে ইতিমধ্যেই 500 শয্যাবিশিষ্ট বিশেষ ওয়ার্ডের ব্যবস্থা করা হয়েছে । রাজপরিবারের সদস্যরা ছাড়াও রাজপরিবারের সঙ্গে ঘনিষ্ঠ অনেকর মধ্যে ছড়াতে পারে সংক্রমণ । এই আশঙ্কায় হাসপাতালের তরফে অন্তর্বতীকালীন সতর্কতা জারি করা হয়েছে ।
রাজপরিবারের চিকিৎসার দায়িত্বে থাকা কিং ফইজ়ল স্পেশালিটি হাসপাতালের তরফে জারি করা সতর্কবার্তায় বলা হয়েছে, "দেশের বিভিন্ন প্রান্তে থাকা গণ্যমান্য ব্যক্তিদের জন্য হাসপাতাল প্রস্তুত রাখা হচ্ছে ।" হাসাপাতালের প্রবীণ চিকিৎসকদের এই বিষয়ে নির্দেশিকাও দেওয়া হয়েছে । বলা হয়েছে, " আমরা জানি না ঠিক কতজনের শরীরে ভাইরাসের সংক্রমণ ঘটেছে । আমাদের প্রস্ত্তুত থাকতে হবে ।" শুধুমাত্র খুব প্রয়োজন ছাড়া বাকি সমস্ত রোগীদের অন্যত্র স্থানান্তরিত করে দেওয়া হয়েছে ।