কাবুল, 18 অগস্ট : আফগানিস্তান সম্পূর্ণভাবে দখল করার পর, প্রথমবার তালিবানের বিরুদ্ধে প্রতিবাদে গর্জে উঠলেন আফগানরা ৷ জালালাবাদে জাতীয় পতাকা হাতে রাস্তায় নেমে পড়লেন শতাধিক মানুষ ৷ আর সেই আন্দোলনকারীদের ভিড় লক্ষ্য করে নির্বিচারে গুলি চালাল তালিবান জঙ্গিরা ৷ এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে বলে আফগানিস্তানের সংবাদ মাধ্যম পাঝোক আফগান নিউজের তরফে জানানো হয়েছে ৷ কয়েকজন আফগান নাগরিকদের মৃত্যুরও সম্ভাবনা রয়েছে ৷
তালিবান জঙ্গিরা কাবুলে প্রবেশের আগে যে শহরটি দখল করেছিল, সেটি ছিল এই জালালাবাদ ৷ যেখানে বিনা প্রতিরোধে তালিবানকে পুরো শহর দখল করতে দিয়েছিল আফগান সেনা ৷ তার একদিন পরেই কাবুলকে চতুর্দিক থেকে ঘিরে ফেলে তালিবান ৷ আর তার পর থেকেই কাবুল ছেড়ে পালাতে মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে সেদেশের মানুষ ৷ কিন্তু, নিজেদের দেশ এবং অধিকার ছেড়ে যাওয়ার বিরুদ্ধে অধিকাংশ আফগান ৷ আর তারই প্রতিফলন ঘটল এবার ৷ আফগান সংবাদ মাধ্য়মের প্রকাশিত ভিডিয়োতে দেখা যাচ্ছে, জালাবাদের ভরা বাজারে তালিবানের পতাকা নামিয়ে দিয়ে আফগানিস্তানের পতাকা হাতে শতাধিক লোক মিছিল করছেন ৷
কিন্তু, সেই প্রতিবাদ যে তালিবানিরা সহ্য করবে না, তা স্বাভাবিক ৷ আর তার ফল, ভিড়ে ঠাসা বাজারের মধ্যে মিছিল লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে তালিবান জঙ্গিরা ৷ সেই ভিডিয়োটিও টুইট করেছে স্থানীয় সংবাদ মাধ্য়ম পাঝোক আফগান নিউজ ৷ গত রবিবার কাবুলের দখল নেওয়ার পর, এটাই প্রথমবার তালিবানের বিরুদ্ধে আফগান নারগরিকদের প্রতিরোধ ৷