পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

Afghanistan Situation : জালালাবাদে তালিবানের বিরুদ্ধে প্রতিরোধ নাগরিকদের, মিছিলে এলোপাথাড়ি গুলি

এবার আফগান নাগরিকরাই গর্জে উঠল তালিবানের বিরুদ্ধে ৷ জালালাবাদে তালিবানের বিরুদ্ধে জাতীয় পতাকা হাতে মিছিল বের করল নাগরিকরা ৷ আর প্রতিরোধ গড়ে উঠতেই তালিবান জঙ্গিরা এলোপাথাড়ি গুলি ছুড়ল ভিড়কে লক্ষ্য করে ৷

citizens-resistance-against-the-taliban-in-jalalabad-random-shoots-to-protestor-in-afghanistan
Afghanistan Situation : জালালাবাদে তালিবানের বিরুদ্ধে প্রতিরোধ নাগরিকদের, এলোপাথাড়ি গুলি

By

Published : Aug 18, 2021, 7:04 PM IST

কাবুল, 18 অগস্ট : আফগানিস্তান সম্পূর্ণভাবে দখল করার পর, প্রথমবার তালিবানের বিরুদ্ধে প্রতিবাদে গর্জে উঠলেন আফগানরা ৷ জালালাবাদে জাতীয় পতাকা হাতে রাস্তায় নেমে পড়লেন শতাধিক মানুষ ৷ আর সেই আন্দোলনকারীদের ভিড় লক্ষ্য করে নির্বিচারে গুলি চালাল তালিবান জঙ্গিরা ৷ এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে বলে আফগানিস্তানের সংবাদ মাধ্যম পাঝোক আফগান নিউজের তরফে জানানো হয়েছে ৷ কয়েকজন আফগান নাগরিকদের মৃত্যুরও সম্ভাবনা রয়েছে ৷

তালিবান জঙ্গিরা কাবুলে প্রবেশের আগে যে শহরটি দখল করেছিল, সেটি ছিল এই জালালাবাদ ৷ যেখানে বিনা প্রতিরোধে তালিবানকে পুরো শহর দখল করতে দিয়েছিল আফগান সেনা ৷ তার একদিন পরেই কাবুলকে চতুর্দিক থেকে ঘিরে ফেলে তালিবান ৷ আর তার পর থেকেই কাবুল ছেড়ে পালাতে মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে সেদেশের মানুষ ৷ কিন্তু, নিজেদের দেশ এবং অধিকার ছেড়ে যাওয়ার বিরুদ্ধে অধিকাংশ আফগান ৷ আর তারই প্রতিফলন ঘটল এবার ৷ আফগান সংবাদ মাধ্য়মের প্রকাশিত ভিডিয়োতে দেখা যাচ্ছে, জালাবাদের ভরা বাজারে তালিবানের পতাকা নামিয়ে দিয়ে আফগানিস্তানের পতাকা হাতে শতাধিক লোক মিছিল করছেন ৷

কিন্তু, সেই প্রতিবাদ যে তালিবানিরা সহ্য করবে না, তা স্বাভাবিক ৷ আর তার ফল, ভিড়ে ঠাসা বাজারের মধ্যে মিছিল লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে তালিবান জঙ্গিরা ৷ সেই ভিডিয়োটিও টুইট করেছে স্থানীয় সংবাদ মাধ্য়ম পাঝোক আফগান নিউজ ৷ গত রবিবার কাবুলের দখল নেওয়ার পর, এটাই প্রথমবার তালিবানের বিরুদ্ধে আফগান নারগরিকদের প্রতিরোধ ৷

আরও পড়ুন : Taliban : প্রাক্তন প্রেসিডেন্ট কারজাইয়ের সঙ্গে বৈঠক তালিবান কমান্ডারের

এদিকে, তালিবান নিজেদের কঠোর মনোভাব সরিয়ে কিছুটা নমনীয়তা দেখানোর চেষ্টা করছে ৷ যার প্রথম পদক্ষেপ হিসেবে সরকারি কর্মচারীদের ক্ষমা করে দিয়ে, তাঁদের কাজে যোগ দিতে নির্দেশ দিয়েছে ৷ সেই সঙ্গে মহিলাদেরও সরকারি দফতরে কাজ করার অনুমতি দেওয়া হয়েছে ৷ তবে, 1996 সাল থেকে 2001 পর্যন্ত তালিবানের শাসনকালের সেই ভয়ঙ্কর চিত্র আজও সাধারণের মধ্যে জ্বলজ্বল করছে ৷ যেখানে প্রকাশ্যে মহিলাদের বেত্রাঘাত, মৃত্যুদণ্ড, ব্যভিচারের জন্য পাথর মারার মতো তালিবানি নিদান আজও সেদেশের মহিলাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে ৷

আরও পড়ুন : Zabihullah Mujahid : নারীরা কাজ করতে পারবে, তবে ইসলামিক আইন মেনে; জানালেন তালিবান মুখপাত্র জাবিহউল্লাহ

তবে, শুধু জালালাবাদ নয়, গতকাল রাতে কাবুল বিমানবন্দরের বাইরে সাধারণ নাগরিকদের লক্ষ্য করে গুলি চালায় তালিবান জঙ্গিরা ৷ এমনও ছবি সামনে এসেছে, যেখানে দেখা গিয়েছে, প্রাণ বাঁচাতে পাঁচিল টপকে বিমানবন্দরের ভিতরে ঢোকার চেষ্টা করছেন এক যুবক ৷ তাঁকে গুলি করা হচ্ছে ৷ কিন্তু, ভাগ্যের জোরে তিনি বেঁচে যান ৷ কিশোরী থেকে মহিলা সবাই তালিবানের হাত থেকে বাঁচাতে বিমানবন্দরের ভিতরে কাতর আর্তি জানাচ্ছেন ৷ এমনই হাড়হিম করা দৃশ্য উঠে আসছে কাবুলের আনাচকানাচ থেকে ৷

ABOUT THE AUTHOR

...view details