পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

Taliban : চিন-রাশিয়াই গুরুত্বপূর্ণ সহযোগী, জানিয়ে দিল তালিবান - তালিবানের মুখপাত্র

চিন ও রাশিয়াকে নিজেদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সহযোগী হিসেবে মনে করছে আফগানিস্তানের তালিবান ৷ অর্থনীতিতে ঘুরে দাঁড়াতে দেশের খনি থেকে তামা বিক্রি করবে তারা ৷

china-and-russia-are-our-most-important-partner-says-taliban
Taliban : চিন-রাশিয়াই গুরুত্বপূর্ণ সহযোগী, জানিয়ে দিল তালিবান

By

Published : Sep 3, 2021, 6:03 PM IST

কাবুল, 3 সেপ্টেম্বর: চিনকে (China) নিজেদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সহযোগী হিসেবে মনে করছে তালিবানরা (Taliban) ৷ আফগানিস্তানকে নতুন করে গড়ে তুলতে বেজিংয়ের সাহায্য নেওয়া হবে ৷ তালিবানের তরফে এমনটা জানানো হয়েছে ৷ তারা জানিয়েছে, আফিগানিস্তানে (Afghanistan) এখন অনাহার বাড়ছে ৷ তাছাড়া দেশের অর্থনীতিও তলানিতে ৷ সেই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে দেশের খনি থেকে তামা বিক্রি করবে তারা ৷

তালিবানের মুখপাত্র জাবিউল্লা মুজাহিদ জানিয়েছেন, তাঁরা চিনের ওয়ান বেল্ট, ওয়ান রোড প্রকল্পকে সমর্থন করবেন ৷ কারণ, ওই প্রকল্পের মাধ্যমে আফ্রিকা, এশিয়া ও ইউরোপকে জুড়তে চাইছে চিন ৷ এর ফলে বন্দর, রেলওয়ে, রাস্তা ও শিল্পনগরীগুলির মধ্যে দুর্দান্ত যোগাযোগ তৈরি হবে ৷

আরও পড়ুন :Afghanistan Govt: সম্ভবত আজই আফগানিস্তানে নয়া সরকারের ঘোষণা তালিবানের

বৃহস্পতিবার ইতালির (Italy) একটি সংবাদপত্রকে সাক্ষাৎকার দেন মুজাহিদ ৷ সেই সাক্ষাৎকারকে উদ্ধৃত করে জিও নিউজ দাবি করেছে মুজাহিদ জানিয়েছেন, চিন আফগানিস্তানে বিনিয়োগ করতে এবং ওই দেশ পুনর্গঠনে সাহায্য করতে প্রস্তুত ৷ চিনের সহায়তায় তামার খনি নতুন করে তাঁরা গড়ে তুলবেন এবং আধুনিক করবেন ৷ চিনের মাধ্যমে বিশ্বের বাজারে তাঁরা পৌঁছাতে চাইছেন বলে জানিয়েছেন মুজাহিদ ৷

আফগানিস্তানে তালিবানের পুনরুত্থানের পর থেকেই তাদের নিয়ে ইতিবাচক মনোভাব দেখাচ্ছে চিন ৷ তালিবান এবার আধুনিক মনোভাবে গোটা বিষয়টি পরিচালনা করবে বলেও আশা প্রকাশ করেছে চিন ৷ মঙ্গলবারই চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র ওয়াং ওয়েনবিন জানিয়েছেন, আফগানিদের সঙ্গে বন্ধুত্ব রেখে চলবেন তাঁরা ৷ আফগানিস্তানের সার্বভৌমত্বকে সম্মান করেন ৷

আরও পড়ুন :Imran Khan : ভারতকে আক্রমণ করে গিলানির মৃত্যুতে শোকপ্রকাশ ইমরানের

চিনের পাশাপাশি রাশিয়াকেও (Russia) তালিবান গুরুত্বপূর্ণ সহযোগী বলে মনে করে ৷ তাই মুজাহিদ জানিয়েছেন, তাঁরা মস্কোর সঙ্গেও ভালো সম্পর্ক রেখে চলবেন ৷

প্রসঙ্গত, গত 31 অগস্ট আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করে মার্কিন যুক্তরাষ্ট্র (USA) ৷ কিন্তু সেই সময়সীমা শেষ হওয়ার আগেই আফগানিস্তান দখল নিতে শুরু করে তালিবান ৷ গত 15 অগস্ট তারা আফগানিস্তানের রাজধানী কাবুল (Kabul) দখল করে নেয় ৷ সেই থেকে ওই দেশের পরিস্থিতি ভয়ঙ্কর ৷ সেখানকার নাগরিকরাই দেশ ছেড়ে পালিয়ে আসতে চাইছেন ৷

আরও পড়ুন :Joe Biden on Afghanistan : আফগানিস্তানের মানুষের মৌলিক অধিকারের পাশে থাকবে আমেরিকা, আশ্বাস বাইডেনের

ABOUT THE AUTHOR

...view details