পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

বাগদাদের সদর স্ট্রিটে জমজমাট বাজারে বিস্ফোরণে মৃত 31 - বোমা বিস্ফোরণ

ইদ আল-আধা উৎসব উপলক্ষ্যে কেনাকাটার জন্য প্রচুর মানুষ এসেছিল বাগদাদের পূর্বে অবস্থিত ওয়াহাইলাত বাজারে ৷ সেই সময় শক্তিশালী বোমা বিস্ফোরণ হয় ৷ এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী মারা গিয়েছেন 31 জন ৷

বিস্ফোরণে তছনছ বাজার
বিস্ফোরণে তছনছ বাজার

By

Published : Jul 20, 2021, 9:52 AM IST

বাগদাদ, 20 জুলাই : রাস্তার ধারে বোমা বিস্ফোরণে মারা গিয়েছেন এখনও পর্যন্ত 31 জন ৷ আর জখম হয়েছেন 12 জনেরও বেশি ৷ ঘটনাটি ইরাকের (Iraq) রাজধানী বাগদাদের (Baghdad) শহরতলি অঞ্চলে ৷

সোমবার পূর্ব বাগদাদের সদর স্ট্রিটে (Sadr Street) ওয়াহাইলাত বাজারে (Wahailat market) ইদ আল-আধা (Eid al-Adha) উৎসবের কেনাকাটায় ভিড় জমেছিল ৷ সেই সময় এই শক্তিশালী বিস্ফোরণটি হয় ৷ 31 জন মারা গিয়েছেন, আর জখম 12 জনেরও বেশি, জানিয়েছেন দু'জন স্বাস্থ্য আধিকারিক ৷ তবে নিয়মানুযায়ী নাম প্রকাশ করেননি তাঁরা ৷

আরও পড়ুন : Pegasus Spyware Issue: শোয়ার ঘরে উঁকি মারার অধিকার কে দিয়েছে, পেগসাস ইস্যুতে চড়ছে পারদ

বিস্ফোরণে ছিন্নভিন্ন দেহাংশ ছড়িয়ে ছিটিয়ে ছিল বাজারজুড়ে ৷ নষ্ট হয়ে যায় দোকানদারদের জিনিসপত্র, তার মধ্যেও তাঁরা যতটা সম্ভব উদ্ধার করেছেন ৷ এই বিস্ফোরণের দায়ভার এখনও কেউ স্বীকার করেনি ৷ তবে এই অঞ্চলে আগে এ ধরনের বিস্ফোরণ ঘটিয়েছে ইসলামিক স্টেট জঙ্গি গোষ্ঠী (Islamic State group) ৷ সামরিক বিবৃতিতে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী মুস্তাফা আল-কাধিমি (Mustafa al-Kadhimi) এই মর্মান্তিক ঘটনার জন্য স্থানীয় পুলিশকে দায়ী করেছেন ৷ এই বছরে এ নিয়ে তৃতীয় বার ঘনবসতিপূর্ণ এলাকায় বোমা বিস্ফোরণ ঘটল ৷

এর আগে গত 15 জুন সদর স্ট্রিট মার্কেটে বোম রাখা হয়েছিল ৷ এপ্রিলে, ওই জায়গায়তে কমপক্ষে 4 জন মারা যান গাড়ি বোমা বিস্ফোরণে ৷ 10 অক্টোবর যুক্তরাষ্ট্রীয় নির্বাচনের (federal elections) দিন ধার্য করা হয়েছে, তার 2 মাস আগে আবার বোমা বিস্ফোরণ ৷

ABOUT THE AUTHOR

...view details