পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

"দেশে ফিরতে চাই", আবেদন ওমানে আটকে থাকা 30 ভারতীয় শ্রমিকের - ওমানের ভারতীয় দূতাবাস

মাসকাটে আটকে রয়েছে ঝাড়খণ্ডের কমপক্ষে 30 জনেরও বেশি শ্রমিক । দেশে ফিরতে চেয়ে আবেদন প্রধানমন্ত্রীর কাছে ।

Oman
ফাইল ছবি

By

Published : Feb 21, 2020, 8:21 PM IST

মাসকাট ও দিল্লি, 21 ফেব্রুয়ারি : ওমানে আটকে রয়েছে কমপক্ষে 30 জন ভারতীয় শ্রমিক । এরা সকলেই ওমানের রাজধানী মাসকাটে একটি বেসরকারি সংস্থায় কাজ করে । অভিযোগ, বিগত প্রায় 6 মাস ধরে কোনও বেতন পাচ্ছে না তারা । তাদেরকে দেশে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে ইতিমধ্যে অনুরোধও করেছে ওই শ্রমিকরা ।

ঘটনাটি নজরে এসেছে সেখানকার ভারতীয় দূতাবাসেরও । ওমানের ভারতীয় দূতাবাসের তরফে জানানো হয়েছে, ওই শ্রমিকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে । পাশাপাশি ওমানের সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গেও কথা বলছেন দূতাবাসের আধিকারিকরা । শ্রমিকদের আইনি পরামর্শও দিচ্ছে ভারতীয় দূতাবাস । শ্রমিকদের যাতে কোনওরকম অসুবিধার মুখে পড়তে না হয়, সেই দিকেও নজর রাখা হচ্ছে বলে জানিয়েছে দূতাবাস ।

আটকে পড়া ওই 30 জন শ্রমিকেরই বাড়ি ঝাড়খণ্ডে । ওমানের ভারতীয় দূতাবাসের তরফে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন ও বিদেশমন্ত্রী এস জয়শংকরকেও এই বিষয়টি জানানো হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details