কাবুল, 8 অক্টোবর : আফগানিস্তানের মসজিদে এক ভয়াবহ বিস্ফোরণে শুক্রবার প্রাণ হারালেন কমপক্ষে 100 জন ৷ ঘটনায় আহতের সংখ্যাও প্রচুর ৷ বাড়তে পারে হতাহতের সংখ্যা ৷
তালিবানের এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, উত্তর আফগানিস্তানের কুন্দুজ প্রদেশে শিয়া সম্প্রদায়ের এক মসজিদে এদিন বিস্ফোরণের ঘটনাটি ঘটে ৷ কোনও সংগঠন এই ঘটনার দায় এখনও না নিলেও, ঘটনায় জঙ্গি সংগঠন আইএস-এর হাত থাকতে পারে বলে মনে করা হচ্ছে ৷ অতীতেও শিয়া সম্প্রদায়ের ইসলাম ধর্মাবলম্বীদের উপর একাধিকবার হামলা চালিয়েছে এই জঙ্গি সংগঠন ৷ এই বিস্ফোরণের ঘটনা আত্মঘাতী হামলা হতে পারে বলে অনুমাণ ৷