পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

Afghanistan Blast : ভয়াবহ বিস্ফোরণ আফগানিস্তানের মসজিদে, মৃত কমপক্ষে 100 - blast in mosque

শুক্রবার জুম্মার প্রার্থনার জন্য বহু মানুষ হাজির হয়েছিলেন ওই মসজিদে ৷ সেই সময় ঘটে এই বিস্ফোরণ ৷

Afghanistan Blast
ভয়াবহ বিস্ফোরণ আফগানিস্তানের মসজিদে , মৃত কমপক্ষে 100

By

Published : Oct 8, 2021, 10:12 PM IST

কাবুল, 8 অক্টোবর : আফগানিস্তানের মসজিদে এক ভয়াবহ বিস্ফোরণে শুক্রবার প্রাণ হারালেন কমপক্ষে 100 জন ৷ ঘটনায় আহতের সংখ্যাও প্রচুর ৷ বাড়তে পারে হতাহতের সংখ্যা ৷

তালিবানের এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, উত্তর আফগানিস্তানের কুন্দুজ প্রদেশে শিয়া সম্প্রদায়ের এক মসজিদে এদিন বিস্ফোরণের ঘটনাটি ঘটে ৷ কোনও সংগঠন এই ঘটনার দায় এখনও না নিলেও, ঘটনায় জঙ্গি সংগঠন আইএস-এর হাত থাকতে পারে বলে মনে করা হচ্ছে ৷ অতীতেও শিয়া সম্প্রদায়ের ইসলাম ধর্মাবলম্বীদের উপর একাধিকবার হামলা চালিয়েছে এই জঙ্গি সংগঠন ৷ এই বিস্ফোরণের ঘটনা আত্মঘাতী হামলা হতে পারে বলে অনুমাণ ৷

আরও পড়ুন : Afghanistan : ভারতের সঙ্গে অসামরিক বিমান পরিষেবা শুরু করতে চেয়ে চিঠি আফগানিস্তানের

শুক্রবার জুম্মার প্রার্থনার জন্য বহু মানুষ হাজির হয়েছিলেন ওই মসজিদে ৷ সেই সময় ঘটে এই বিস্ফোরণ ৷ মার্কিন ও ন্যাটো বাহিনী আফগানিস্তান ছাড়ার পর এটাই সবথেকে বড় বিস্ফোরণ সেখানা ৷ তালিবান মুখপাত্র জাবিউল্লা মুজাহিদ জানিয়েছেন, ঘটনাস্থলে পৌঁছেছে তালিবানের বিশেষ নিরাপত্তা বাহিনী ৷ ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details