ইয়েরেভান, 18 অক্টোবর : আবারও সংঘর্ষ আর্মেনিয়া ও আজ়ারবাইজানের মধ্য়ে ৷ রবিবার দুই পক্ষের মধ্যে নাগোরনো-কারাবাখের বিচ্ছিন্ন অঞ্চলে যুদ্ধ শুরু হয় ৷ 27 সেপ্টেম্বর থেকে দুই তরফে ঘনঘন সংঘর্ষ চলে আসছিল ৷ ভারতীয় সময় শনিবার মাঝরাত থেকে তা ব্য়াপক আকার নেয় ৷ সংবাদ সংস্থা সূত্রে খবর, শতাব্দী প্রাচীন এই দ্বন্দ্বে গতকাল রাতের সংঘর্ষে দুই তরফের শতাধিক সেনার মৃত্য়ু হয়েছে ৷
মধ্য়প্রাচ্যে উত্তেজনা, সংঘর্ষে জড়াল আজ়ারবাইজান ও আর্মেনিয়া - নাগোরনো-কারাবাখ
আর্মেনিয়া ও আজ়ারবাইজানের মধ্য়ে এই যুদ্ধ এবার সবচেয়ে বড় মাথাব্য়থা হয়ে দাঁড়িয়েছে গোটা বিশ্বের কাছে ৷ এর মূল কারণ, তৈল সম্পদে ভরা আজ়ারবাইজানের কাছে বর্তমানে অত্য়াধুনিক সমরাস্ত্র রয়েছে ৷ একই সঙ্গে আজ়ারবাইজানকে পিছন থেকে সাহায্য় করছে টার্কি ৷
আর্মেনিয়ান সেনার তরফে সরকারিভাবে জানানো হয়েছে, মাঝরাতে আজ়ারবাইজানের দিক থেকে হেভি শেলিং ও মিজ়াইল অ্য়াটাক শুরু হয় ৷ সকালে তাদের শত্রু পক্ষ দক্ষিণ সীমান্ত বরাবর আক্রমণ শুরু করে ৷ সেই হামলার জবাবও দেয় আর্মেনিয়ান সেনা ৷ সংঘর্ষে দুপক্ষের বহু সেনার মৃত্য়ু এবং অনেকে জখম হয়েছে ৷ পালটা আর্মেনিয়ান সেনার বিরুদ্ধে মধ্য়রাত থেকে গোলাবর্ষণ ও হেভি শেলিংয়ের অভিযোগ এনেছে আজারবাইজান সেনা ৷ তাদের অভিযোগ, রবিবার সকালে বিভিন্ন দিক থেকে গোলাবর্ষণ করতে থাকে আর্মেনিয়ান সেনা ৷ আজ়ারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রেকর তরফে অভিযোগ করা হয়েছে, নাগোরনো-কারাবাখের দু’টি প্রান্তে আর্মেনিয়ার সেনা বড় পাল্লার মিজ়াইল ছুড়েছে ৷ তবে, আর্মেনিয়ার তরফে সেই অভিযোগ অস্বীকার করা হয়েছে ৷ নাগোরনো-কারাবাখ অবস্থান করে আজ়ারবাইজানের মধ্য়ে ৷ তবে, 1994 সালে দু’পক্ষের মধ্যে যুদ্ধের পর থেকে ওই অঞ্চলের দখল নিয়ে রয়েছে আর্মেনিয়া ৷
আর্মেনিয়া ও আজ়ারবাইজানের মধ্য়ে এই যুদ্ধ এবার সবচেয়ে বড় মাথাব্য়থা হয়ে দাঁড়িয়েছে গোটা বিশ্বের কাছে ৷ এর মূল কারণ, তৈল সম্পদে ভরা আজ়ারবাইজানের কাছে বর্তমানে অত্য়াধুনিক সমরাস্ত্র রয়েছে ৷ একই সঙ্গে আজ়ারবাইজানকে পিছন থেকে সাহায্য় করছে টার্কি ৷ এ নিয়ে আর্মেনিয়া অভিযোগ করেছে, আজ়ারবাইজানকে সাহায্য় করতে যুদ্ধক্ষেত্রে সিরিয়ার ভাড়াটে যোদ্ধাদের ব্য়বহার করছে টার্কি ৷ তবে, টার্কির তরফে সেই অভিযোগ অস্বীকার করা হয়েছে ৷