পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

Afghanisthan : বিমান হানায় তালিবান ঘাঁটি ওড়াল আফগান সেনা, দেখুন সেই দৃশ্য - আফগান সেনা

আফগান প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, গত 24 ঘণ্টায় নিরাপত্তারক্ষীদের অভিযানে 250 জন তালিবান জঙ্গির মৃত্যু হয়েছে ৷ 100 জন আহত ৷

s
s

By

Published : Aug 1, 2021, 6:09 PM IST

কাবুল, 1 অগাস্ট : বিমান হানায় তালিবান ঘাঁটি উড়িয়ে দিল আফগান সেনা ৷ সাফল্যের ভিডিয়ো টুইট করল আফগান প্রতিরক্ষা মন্ত্রক ৷ কান্দাহারের জেরাই জেলায় এই বিমান হানায় 10 জন তালিবান জঙ্গির মৃত্যু হয়েছে বলে খবর ৷

আফগান প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে আরও খবর, গত 24 ঘণ্টায় নিরাপত্তারক্ষীদের অভিযানে 250 জন তালিবান জঙ্গির মৃত্যু হয়েছে ৷ 100 জন আহত ৷

আরও পড়ুন: taliban attack : আফগানিস্তানের মালিস্তানে 43 জন সাধারণ নাগরিককে হত্যা করল তালিবানরা

আফগানিস্তান থেকে আমেরিকা সেনা প্রত্যাহার করার পরেই সে দেশের বিভিন্ন অঞ্চল দখল করে তালিবানরা ৷ এর পর সক্রিয় হয় আফগান সেনা ৷ বিভিন্ন এলাকায় সেনা অভিযান চালিয়ে এলাকা পুনর্দখলের প্রক্রিয়া শুরু হয় ৷ সম্প্রতি এমনই একটি অভিযানের সময় মত্যু হয় পুলিৎজার পুরস্কার প্রাপ্ত ভারতীয় চিত্র সাংবাদিক দানিশ সিদ্দিকির ৷

ABOUT THE AUTHOR

...view details