কাবুল, 7 সেপ্টেম্বর : কাবুলে পাকিস্তান বিরোধিতায় সরব হলেন আফগানরা (Afghanistan) ৷ কয়েকশো মানুষের বিক্ষোভে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো ৷ স্লোগান উঠল ইসলামাবাদ ও আইএসআই-এর বিরুদ্ধে ৷ বিক্ষোভ হঠাতে গুলি চালায় তালিবান (Taliban)৷ গ্রেফতার করা হয়েছে সাংবাদিক ও চিত্রগ্রাহকদের (Journalists Arrested)৷
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানানো হয়েছে, কাবুলে রাষ্ট্রপতিভবনের সামনে পাকিস্তানবিরোধী বিক্ষোভকারীদের (Anti-Pakistan Rally) হঠাতে গুলি চালিয়েছে তালিবান ৷ বিক্ষোভকারীরা মিছিল করে যাচ্ছিলেন কাবুল সেরেনা হোটেলের দিকে ৷ সেখানেই গত এক সপ্তাহ ধরে রয়েছেন পাক গুপ্তচর সংস্থা আইএসআই-এর অধিকর্তা ৷
আরও পড়ুন:Afghanistan: আলোচনায় রাজি মাসুদ, পঞ্জশিরের ভবিষ্যৎ নিয়ে বাড়ছে অনিশ্চয়তা
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিয়োতে দেখা গিয়েছে, হাতে প্ল্যাকার্ড নিয়ে কাবুলের রাস্তায় মিছিল করছেন কয়েকশো আফগান পুরুষ ও মহিলা ৷ তাঁদের মুখে ছিল পাকিস্তানের বিরুদ্ধে স্লোগান ৷ পরে সেই বিক্ষোভ ছড়িয়ে পড়ে উত্তর আফগানিস্তানের বালখ প্রদেশে ৷ সেখানেও রাস্তায় দেখা গিয়েছে বিক্ষোভ ৷ নিকাব, বোরখা পরে কাবুলের রাস্তায় বহু মহিলা বিক্ষোভে সামিল হয়েছেন ৷ সবার মুখে ছিল, "আজাদি, আজাদি", "ডেথ টু পাকিস্তান", "ডেথ টু আইএসআই" স্লোগান ৷
আরও পড়ুন :Panjshir : পঞ্জশিরে মাসুদের যুদ্ধবিরতির ডাক, মৃত্যু প্রতিরোধ বাহিনীর দুই শীর্ষ নেতার
এ দিকে, পাকিস্তান বিরোধী বিক্ষোভ কভার করতে গিয়ে তালিবানের হাতে গ্রেফতার হতে হয় কয়েকজন সাংবাদিক ও চিত্রগ্রাহককে ৷ এক আফগান সাংবাদিক টুইটে জানিয়েছেন, "কাবুলে কয়েক কিলোমিটার রাস্তা দিয়ে শান্তিপূর্ণ ভাবে বিক্ষোভ দেখাচ্ছিলেন প্রায় 300-500 জন ৷ তালিবান জানবাক স্কোয়ারকে গার্ড করে রেখেছে, শূন্যে গুলি ছুঁড়েছে, বিক্ষোভকারীদের মারধর করেছে, গাড়ি ভাঙচুর করেছে ও সাংবাদিকদের ক্যামেরা ভেঙে দিয়েছে ৷"
আরও পড়ুন:Panjshir : পঞ্জশিরে মাসুদের যুদ্ধবিরতির ডাক, মৃত্যু প্রতিরোধ বাহিনীর দুই শীর্ষ নেতার