পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

Joe Biden : ইতিহাসে সবথেকে কঠিন কাজ, আফগানিস্তান থেকে মানুষকে ফিরিয়ে আনার প্রসঙ্গে মন্তব্য বাইডেনের - প্রেসিডেন্ট জো বাইডেন

তালিবান দখলের পর কাবুল তথা সমগ্র আফগানিস্তান থেকে বিভিন্ন দেশ তাদের নাগরিকদের ফিরিয়ে আনার তোড়জোড় শুরু করেছে ৷ ইতিহাসে এর চেয়ে কঠিন কাজ এর আগে হয়নি বলে জানালেন আমেরিকার প্রেসিডেন্ট ৷

প্রেসিডেন্ট জো বাইডেন
প্রেসিডেন্ট জো বাইডেন

By

Published : Aug 21, 2021, 9:04 AM IST

Updated : Aug 21, 2021, 9:40 AM IST

ওয়াশিংটন, 21 অগস্ট : আফগানিস্তান থেকে দেশের মানুষকে উদ্ধার করতে বদ্ধ পরিকর আমেরিকা । আগেই প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়ে দিয়েছিলেন, খুব তাড়াতাড়ি সেখান থেকে আমেরিকাবাসীকে উদ্ধার করে নিয়ে আসা হবে । কিন্তু, এখনও পর্যন্ত তা সম্ভব হয়নি । বহু আমেরিকাবাসী সেখানে আটকে রয়েছে । এমনকি, তাদের ফিরিয়ে আনার ব্যাপারে এবার কিছুটা ধন্দে রয়েছেন বাইডেন । শুক্রবার হোয়াইট হাউজ় (White House) থেকে আফগানিস্তানে (Afghanistan) থাকা আমেরিকাবাসীর উদ্দেশে তিনি বলেন, "কাবুল থেকে মানুষকে ফিরিয়ে আনা ইতিহাসের দীর্ঘতম ও সবথেকে কঠিন এয়ারলিফ্ট ।" যদিও, আটকে থাকা প্রত্যেক আমেরিকাবাসীকে ফিরিয়ে আনার বিষয়ে আশ্বস্ত করেন তিনি ৷

সেইসঙ্গে তালিবানদের আরও একবার হুঁশিয়ারি দিয়েছেন জো বাইডেন । বলেন, "গত রবিবার রাজধানী কাবুলের (Kabul) দখল নিয়েছে তালিবানরা (Taliban) আর আফগান শাসন ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে ৷ এবার আফগান মিশন (Afghan Mission) শেষ করার সময় হয়ে এসেছে ৷ আর মার্কিন সেনার উপর কোনও রকম হামলা হলে তার কড়া প্রত্যুত্তর দেওয়া হবে ।" আফগানিস্তানে মহিলাদের সুরক্ষা আর মানবাধিকার বিষয়ে তাঁর বক্তব্য, মানুষের অধিকারকে যথাযথ সম্মান দেওয়ার জন্য জঙ্গি গোষ্ঠীর উপর আন্তর্জাতিক একটা চাপ সৃষ্টি করা হবে ।

আরও পড়ুন : Taliban Kill Journalist's Relative: জার্মান সাংবাদিককে না-পেয়ে আত্মীয়কে হত্যা তালিবানের, পালিয়ে বাঁচলেন বাকিরা

যুদ্ধবিধ্বস্ত রাষ্ট্র থেকে আমেরিকাবাসী ও তাঁদের সঙ্গে কাজ করা মানুষদের বের করে আনার সব রকম চেষ্টা চালিয়ে যাচ্ছে মার্কিন সেনাবাহিনী ৷ এ প্রসঙ্গে তিনি আইএসআইএস-এর (ISIS) প্রসঙ্গ টেনে বলেন, "তালিবানের একমাত্র শত্রু আইএসআইস জঙ্গি বাহিনী ৷ তাই তারা এখনও অঞ্চলে থাকতে পারে, যা বিপজ্জনক ৷" বিগত 20 বছর ধরে আশ্রয় দেওয়া আফগানিস্তানের উপর থেকে হাত সরিয়ে নিলেও খাদ্য, আশ্রয়শিবির আর স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে সাহায্যের হাত বাড়ানোর জন্য বিশ্বের কাছে আর্জি জানিয়েছেন তিনি ৷

হোয়াইট হাউজ় আধিকারিকদের দেওয়া তথ্য অনুযায়ী, কাবুল থেকে 16টি বিমানে প্রায় 3000 মানুষকে উড়িয়ে নিয়ে আসা হয়েছে ৷ তাদের মধ্যে 350 জন আমেরিকার নাগরিক ৷ এছাড়া ওই নাগরিকদের পরিবারের সদস্য, এসআইভি আবেদনকারী (SIV applicants) আর তাঁদের পরিবার এবং সঙ্কটাপন্ন আফগানবাসীও রয়েছেন ৷ ওই বিবৃতিতে বলা হয়েছে, "19 অগস্ট হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 16টি সি-17 বিমানে প্রায় 3000 জনকে উদ্ধার করে এনেছে আমেরিকা ৷ 14 অগস্ট থেকে এখনও অবধি প্রায় 9000 জনকে বের করে আনা হয়েছে ৷"

তালিবান রাজত্বের পর থেকে আফগানবাসীদের দেশ ছাড়ার মর্মান্তিক দৃশ্য ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় ৷ এমনকি তালিবানের হাত থেকে বাঁচতে গিয়ে প্রাণ খুইয়েছেন বহু ৷

Last Updated : Aug 21, 2021, 9:40 AM IST

ABOUT THE AUTHOR

...view details