রিয়াধ, 17 অক্টোবর : সৌদি আরবের মদিনায় বাস দুর্ঘটনা । মৃত 35 তীর্থযাত্রী । গতকাল সন্ধেবেলা 170 কিমি দূরে হিজরি রোডে দুর্ঘটনাটি ঘটে । সংবাদ সংস্থা সূত্রে খবর, দুর্ঘটনার সময়ে বাসটিতে 39 জন তীর্থযাত্রী ছিলেন । তাদের মধ্যে 35 জনেরই মৃত্যু হয় ।
বেসরকারি বাসের সঙ্গে পণ্যবাহী গাড়িটির সংঘর্ষ হয় আল-আখাল গ্রামে । ঘটনাস্থানেই বাসটিতে আগুন লেগে যায় । 39 জন তীর্থযাত্রীর মধ্যে 35 জনেরই মৃত্যু হয় । বাকিদের স্থানীয় আল-হামনা হাসপাতালে ভরতি করা হয়েছে । মৃতদের মধ্যে কয়েকজন ব্রিটিশ, বাকিরা আরব ও এশিয়ার বলে জানা গেছে ।