পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

সৌদি আরবে বাস দুর্ঘটনা, মৃত 35 - Today's International News

সৌদি আরবের মদিনা থেকে 170 কিলোমিটার দূরে বাস দুর্ঘটনা । মৃত 35 তীর্থযাত্রী ।

ছবিটি প্রতীকী

By

Published : Oct 17, 2019, 8:43 AM IST

Updated : Oct 17, 2019, 10:55 AM IST

রিয়াধ, 17 অক্টোবর : সৌদি আরবের মদিনায় বাস দুর্ঘটনা । মৃত 35 তীর্থযাত্রী । গতকাল সন্ধেবেলা 170 কিমি দূরে হিজরি রোডে দুর্ঘটনাটি ঘটে । সংবাদ সংস্থা সূত্রে খবর, দুর্ঘটনার সময়ে বাসটিতে 39 জন তীর্থযাত্রী ছিলেন । তাদের মধ্যে 35 জনেরই মৃত্যু হয় ।

বেসরকারি বাসের সঙ্গে পণ্যবাহী গাড়িটির সংঘর্ষ হয় আল-আখাল গ্রামে । ঘটনাস্থানেই বাসটিতে আগুন লেগে যায় । 39 জন তীর্থযাত্রীর মধ্যে 35 জনেরই মৃত্যু হয় । বাকিদের স্থানীয় আল-হামনা হাসপাতালে ভরতি করা হয়েছে । মৃতদের মধ্যে কয়েকজন ব্রিটিশ, বাকিরা আরব ও এশিয়ার বলে জানা গেছে ।

অন্যদিকে, পণ্যবাহী গাড়িটিতে কত জন ছিল, তাদের মধ্যে কেউ আহত বা মৃত কি না তা এখনও জানা যায়নি । উদ্ধারকার্যে রয়েছে সৌদি রেড ক্রিজ়েন্ট অথরিটি এবং অন্যান্য আপতকালীন পরিষেবা । কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ ।

ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির । তিনি টুইট বার্তায় লেখেন, "দুর্ঘটনার খবরে আমি ব্যথিত । যাদের দুর্ঘটনায় প্রাণ গেছে তাদের পরিবারের প্রতি সমবেদনা রইল । আহতদের দ্রুত আরোগ্য কামনা করি ।"

Last Updated : Oct 17, 2019, 10:55 AM IST

ABOUT THE AUTHOR

...view details