পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

বাগদাদ বিমানবন্দরে রকেট হামলা - ইসলািমক স্টেট

বাগদাদ বিমানবন্দরে রকেট হামলা৷ ঘটনায় উদ্বিগ্ন স্থানীয় প্রশাসন৷ শনিবার ইরাকের সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, বিমানবন্দর লক্ষ্য় করে তিনটি রকেট ছোড়া হয়৷ সম্প্রতি বাগদাদে পরপর দু‘টি আত্মঘাতী বোমা ফাটানো হয়েছিল৷ সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবার এই হামলা৷

3 rockets fired at Baghdad airport
বাগদাদ বিমানবন্দরে রকেট হামলা

By

Published : Jan 23, 2021, 8:54 PM IST

বাগদাদ, 23 জানুয়ারি:বাগদাদ বিমানবন্দরে রকেট হামলা৷ ঘটনায় উদ্বিগ্ন স্থানীয় প্রশাসন৷ শনিবার ইরাকের সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, বিমানবন্দর লক্ষ্য় করে তিনটি রকেট ছোড়া হয়৷ সম্প্রতি বাগদাদে পরপর দু‘টি আত্মঘাতী বোমা ফাটানো হয়েছিল৷ সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবার এই হামলা৷

ইরাকের জয়েন্ট অপারেশন কম্য়ান্ডকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা চিনহুয়া জানিয়েছে, রকেট হামলা চালানো হয় শুক্রবার গভীর রাতে৷ বিমানবন্দরের ঠিক বাইরেই এসে পড়ে সেগুলি৷ তিনটি রকেটের মধ্য়ে একটি আল-জিহাদ জেলার কাছেই একটি বাড়ির উপর এসে পড়ে৷ ঘটনায় ক্ষতিগ্রস্ত হয় একটি বহুতলও৷ তবে শেষ খবর পাওয়া পর্যন্ত কোনও সন্ত্রাসবাদী সংগঠনই এই হামলার দায় স্বীকার করেনি৷

গত বৃহস্পতিবার সকালেই বড়সড় হামলার শিকার হয়েছিল বাগদাদ৷ বাব আল-শারজি এলাকায় পরপর দু‘টি আত্মঘাতী বোমা ফাটানো হয়৷ ঘটনাটি ঘটে ভিড়ে ঠাসা স্থানীয় একটি বাজারে৷ তাতে প্রাণ যায় 32 জনের৷ জখম হন 100-রও বেশি মানুষ৷ হামলার দায় স্বীকার করে ইসলামিক স্টেট৷ শিয়া সম্প্রদায়ের জমায়েতকে লক্ষ্য় করেই এই হামলা চালানো হয়েছিল৷

2017 সালেই গোটা দেশে আইএস-কে পরাস্ত করে ইরাকি সেনা৷ শান্তি ফেরে রাজধানী বাগদাদে৷ প্রায় দু‘বছর শান্ত থাকার পর বৃহস্পতিবারের হামলার ঘটনা ঘটে৷ স্বাভাবিকভাবেই তাতে চাপ বেড়েছে স্থানীয় প্রশাসনের৷

ইদানিংকালে বাগদাদে শান্তি ফিরলেও ইরাকের অন্য়ান্য় প্রান্তে জঙ্গি কার্যকলাপ অব্য়াহত আছে৷ সেক্ষেত্রে বাগদাদও যদি ফের অশান্ত হয়ে ওঠে, তাহলে নাগরিকদের মনে ভয় বাড়বে৷ সাহস বাড়বে সন্ত্রাসবাদীদের৷ যা কখনই চায় না ইরাকি প্রশাসন৷

ABOUT THE AUTHOR

...view details