কলকাতা, 30 অগস্ট: মার্কিন যুক্তরাষ্ট্রের ড্রোন হানায় (US Airstrike) রবিবার আফগানিস্তানে (Afghanistan) অন্তত দশজন নিহত হয়েছেন ৷ টোলো নিউজের তরফে এই খবর দেওয়া হয়েছে ৷ আত্মঘাতী দায়েশ জঙ্গিদের নিকেশ করার জন্য ওই হামলা চালিয়েছিল মার্কিন সেনা ৷
মার্কিন যুক্তরাষ্ট্রের (USA) তরফে জানানো হয়েছে, এই বিমান হানা আত্মরক্ষার জন্যই করা হয়েছে ৷ কাবুলের (Kabul) খাইর খানা এলাকায় একটি গাড়ির উপর এই হামলা করা হয় ৷ কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে ফের হামলা চালাতে পারে আইএসআইএস-কে (ISIS-K) নামে ওই জঙ্গি সংগঠন ৷ সেই আশঙ্কা থেকেই এই হামলা করা হয় ৷
আরও পড়ুন :Afghanistan : উপমহাদেশে ভারতের গুরুত্ব স্বীকার করে বন্ধুত্বের বার্তা তালিবানের
এই নিয়ে একটি বিবৃতি দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র ক্যাপ্টেন বিল আরবান ৷ ওই বিবৃতিতে জানানো হয়েছে, ‘‘আমরা আশাবাদী যে সাফল্যের সঙ্গে সঠিক লক্ষ্যে আঘাত হানা গিয়েছে ৷ ওই গাড়িতে পরে যে বিস্ফোরণ হয়, এর থেকে বোঝা যাচ্ছে যে সেখানে প্রচুর বিস্ফোরক মজুত করে রাখা হয়েছিল ৷’’
কিন্তু জঙ্গিদের লক্ষ্যবস্তু বানাতে গিয়ে সাধারণ আফগান নাগরিকদের মৃত্যু হয়েছে ওই হামলায় ৷ এই সংক্রান্ত খবর সামনে এসেছে ৷ তা স্বীকারও করে নিয়েছেন ক্যাপ্টেন বিল আরবান ৷ তবে তিনি জানিয়েছেন, তাঁরা পুরো পরিস্থিতি খতিয়ে দেখছেন ৷ গোটা বিষয়টির তদন্ত চলছে ৷