কিভ (ইউক্রেন), 7 মার্চ : রাশিয়া হামলা করা সত্ত্বেও যে ইউক্রেন শান্তি আলোচনায় প্রস্তুত এবং রাশিয়ার সর্বোচ্চস্তরের সঙ্গেও আলোচনায় ইউক্রেনের যে দ্বিধা নেই, সেই মনোভাবের প্রশংসা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Zelenskyy says PM Narendra Modi appreciates Ukraine commitment on peaceful dialogue with Russia) ৷ ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনেস্কি (Ukraine President Volodomyr Zelenskyy) সোমবার এই দাবি করেছেন ৷
এদিন মোদি ও জেলেনেস্কির সঙ্গে কথা হয় ৷ ভারত ও ইউক্রেনের এই দুই রাষ্ট্রনেতার মধ্যে 35 মিনিট কথা হয় ৷ তারপরই জেলেনেস্কি টুইট করেন এই নিয়ে ৷ সেখানেই তিনি এই বিষয়গুলি উল্লেখ করেন ৷ তিনি জানিয়েছেন, রাশিয়ার এই হামলার বিরুদ্ধে রুখে দাঁড়ানো কতটা জরুরি, সেটা আজ তিনি ব্যাখ্যা করেছেন মোদির কাছে ৷ রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধের আজ দ্বাদশ দিন (Russia-Ukraine War) ৷ এই সময়সীমায় মোদি ও জেলেনেস্কির মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার কথা হল ৷
এদিকে যুদ্ধ শুরু হওয়ার জেরে ইউক্রেনে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে ৷ এই অবস্থায় ভারত সরকার সেখানে আটকে পড়া ভারতীয়দের ঘরে ফেরাতে তৎপর ৷ এর জন্য শুরু হয়েছে অপারেশন গঙ্গা (Operation Ganga) ৷ ইউক্রেনের প্রতিবেশী দেশে চারজন মন্ত্রীকে পাঠানো হয়েছে ৷ এখনও পর্যন্ত 76টি উড়ানে 16 হাজার ভারতীয়কে ফেরানোর ব্যবস্থা করেছে সরকার ৷