পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

বিশ্বের বৃহত্তম কার্গো প্লেন কোভিড সরঞ্জাম নিয়ে ব্রিটেন থেকে ভারতের পথে - দ্য ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস

বিশ্বের সবচেয়ে বড় কার্গো প্লেন অ্যান্টনোভ 124 এয়ারক্রাফ্ট কোভিড সরঞ্জাম নিয়ে ভারতে আসছে ৷ রবিবার সকাল সকালই তা দিল্লি পৌঁছাবে ৷

কোভিড সরঞ্জাম বোঝাই অ্যান্টনোভ 124 এয়ারক্রাফ্ট
কোভিড সরঞ্জাম বোঝাই অ্যান্টনোভ 124 এয়ারক্রাফ্ট

By

Published : May 8, 2021, 11:07 AM IST

লন্ডন, 8 মে: কোভিড-সরঞ্জাম বোঝাই পৃথিবীর সবচেয়ে বড় কার্গো প্লেনটি নর্দান আয়ারল্যান্ড থেকে ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছে ৷ ব্রিটিশ সরকার জানিয়েছে, শুক্রবার রাতে এই প্লেনে 1000টি ভেন্টিলেটর, তিনটি 18 টন অক্সিজেন জেনারেটর পাঠানো হয়েছে ৷

এই সরঞ্জাম পাঠানোতে সাহায্য করেছে ‘দ্য ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস’ (এফসিডিও) সংস্থা ৷ আশা করা যায়, এই বিশাল অ্যান্টনোভ 124 এয়ারক্রাফ্ট দিল্লিতে পৌঁছাবে রবিবার সকাল 8টা নাগাদ ৷ এর পর ইন্ডিয়ান রেড ক্রস সামগ্রীগুলি বিভিন্ন হাসাপাতালে পাঠানোর ব্যবস্থা করবে ৷

ব্রিটেনের বিদেশ সচিব ডমিনিক রাবের টুইট

আরো পড়ুন: মারা যাননি ছোটা রাজন, তবে শারীরিক অবস্থা আশঙ্কাজনক

প্রতিটি 40 ফুটের অক্সিজেন জেনারেটর ইউনিট প্রতি মিনিটে 500 লিটার পর্যন্ত অক্সিজেন উৎপাদন করতে পারবে, যা একসঙ্গে 50 জন মানুষের কাছে অক্সিজেন পৌঁছে দিতে পারবে ৷

ব্রিটেনের বিদেশ সচিব ডমিনিক রাব বলেছেন, "এই জীবনদায়ী সরঞ্জামগুলি ভারতের হাসাপাতালে লড়তে থাকা কোভিড রোগীদের সুস্থ করে তুলতে সাহায্য করবে ৷"

ABOUT THE AUTHOR

...view details