লন্ডন, 8 মে: কোভিড-সরঞ্জাম বোঝাই পৃথিবীর সবচেয়ে বড় কার্গো প্লেনটি নর্দান আয়ারল্যান্ড থেকে ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছে ৷ ব্রিটিশ সরকার জানিয়েছে, শুক্রবার রাতে এই প্লেনে 1000টি ভেন্টিলেটর, তিনটি 18 টন অক্সিজেন জেনারেটর পাঠানো হয়েছে ৷
এই সরঞ্জাম পাঠানোতে সাহায্য করেছে ‘দ্য ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস’ (এফসিডিও) সংস্থা ৷ আশা করা যায়, এই বিশাল অ্যান্টনোভ 124 এয়ারক্রাফ্ট দিল্লিতে পৌঁছাবে রবিবার সকাল 8টা নাগাদ ৷ এর পর ইন্ডিয়ান রেড ক্রস সামগ্রীগুলি বিভিন্ন হাসাপাতালে পাঠানোর ব্যবস্থা করবে ৷