কলকাতা, 13 ফেব্রুয়ারি: ব্রডকাস্টারদের মধ্যে যোগাযোগ আরও দৃঢ় করতে এবং রেডিয়ো সম্পর্কে সচেতনতা বাড়াতে অন্যতম মাধ্যম হল বিশ্ব রেডিয়ো দিবস৷ বয়সে শতাব্দী পেরোলেও রেডিয়ো এখনও সামাজিক আদানপ্রদানের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎস৷
মানব সভ্য়তার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে রেডিয়ো ৷ বিশ্ব রেডিয়ো দিবস 2021-এ সেই সম্পর্ককেই সেলিব্রেট করা হয়৷ উঠে আসে আমাদের সমাজের বিভিন্ন পরিবর্তন এবং পরিষেবার বিষয়গুলি৷ কোরোনাকালেও রেডিয়ো তার প্রয়োজনীয়তা প্রমাণ করেছে৷ পড়াশোনা থেকে ভুয়ো তথ্য়ের বিরুদ্ধে লড়াই, সবেতেই সর্বাত্মকভাবে সহযোগিতা করেছে রেডিয়ো ৷
রেডিয়োর মাধ্যমে তথ্য়কে সকলের কাছে পৌঁছে দেওয়ার বিষয়ে মানুষকে উৎসাহিত করতেই বিশ্বব্য়াপী এই দিনটি পালন করা হয়৷ বৈচিত্রকে প্রাধান্য় দেওয়াটা অত্য়ন্ত জরুরি৷ আরও শান্তিপূর্ণ এবং সঙ্গবদ্ধ পৃথিবী তৈরি করতে এটা দরকার৷ এখনও বিশ্বের বহু দেশে তথ্য়ের প্রাথমিক উৎসই হল রেডিয়ো৷ ভারতে অল ইন্ডিয়া রেডিয়ো-র জনপ্রিয়তা বাড়াতেও ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ করা হয়েছে৷
সাধারণত মনে করা হয়, 1895 সালে প্রথম রেডিয়ো ট্রান্সমিশন তৈরি করেছিলেন গুগলিমো মারকোনি৷ পরবর্তীতে 1905-1906 সাল নাগাদ রেডিয়োর মাধ্য়মে গান ও কথা সম্প্রচার করা হয়৷
বাজারে রেডিয়োর আগমন ঘটে গত শতাব্দীর দু’য়ের দশকের গোড়ার দিকে৷ এর প্রায় তিন দশক পর তৈরি হয় বিভিন্ন রেডিয়ো স্টেশন৷ 1950-এর দশকের মধ্যেই বিশ্বব্য়াপী আমজনতার মধ্যে রেডিয়ো-র ব্য়বহার শুরু হয়ে যায়৷
এর প্রায় 60 বছর পর, 2011 সালে, 13 ফেব্রুয়ারি দিনটিকে বিশ্ব রেডিয়ো দিবস হিসাবে ঘোষণা করে ইউনেসকো৷ এর দু’বছর পর 2013 সালের সাধারণ সভায় এই দিনটিকে আন্তর্জাতিক অনুষ্ঠানের স্বীকৃতি দেয় রাষ্ট্রসংঘ৷
রাষ্ট্রসংঘের মতে, বিশ্বের সবথেকে বেশি ব্য়বহৃত পণ্যগুলির মধ্যে রেডিয়ো অন্য়তম৷ সামাজিক বৈচিত্র্যের অভিজ্ঞতাকে আকার দেওয়ার ক্ষমতা রয়েছে রেডিয়োর৷ রয়েছে যে কোনও আওয়াজকে পোক্ত করার, সকলকে শোনার ক্ষমতাও৷
স্পেনের প্রস্তাবে সাড়া দিয়েই বিশ্ব রেডিয়ো দিবসের অনুষ্ঠানে সিলমোহর দেওয়ার জন্য তার সাধারণ সম্মেলনে বিষয়টি উত্থাপন করে ইউনেসকোর কার্যনির্বাহী বোর্ড৷ 2011 সালের একটি সিদ্ধান্ত মোতাবেকই এই পদক্ষেপ করা হয়৷ পরবর্তীতে ইউনেসকোর তৎকালীন মহাসচিবের মধ্যস্থতায় বিশ্ব রেডিয়ো দিবস ঘোষণা করে রাষ্ট্রসংঘ৷
2013 সালের 14 জানুয়ারি ইউনেসকোর বিশ্ব রেডও দিবসের প্রস্তাবকে সায় দিয়েছিল রাষ্ট্রসংঘের সাধরাণ সভা৷ রাষ্ট্রসংঘের 67তম অধিবেশনে 13 ফেব্রুয়ারি দিনটিকে বিশ্ব রেডিয়ো দিবস হিসাবে ঘোষণা প্রস্তাবে সায় দেওয়া হয়৷
উদ্দেশ্য়