জেনেভা, 29 নভেম্বর: প্রাথমিক ভাবে প্রকোপ কেটে গিয়েছে বলে মনে করা হলেও, করোনার নতুন রূপ ওমিক্রন সব হিসেব উল্টে দিয়েছে । নতুন করে সঙ্কটের মেঘ ঘনাতে শুরু করেছে গোটা দুনিয়ায় । এমন পরিস্থিতিতে সব দেশকে নিয়ে বৈশ্বিক মহামারী (Global Action Plan to Prevent Pandemics) চুক্তির পক্ষে সওয়াল করতে দেখা গেল বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে (হু), যাতে অতিমারি সংক্রান্ত সঙ্কটের আঁচ পাওয়া থেকে তা সামাল দেওয়া, গোটা পর্বে বিশ্বের সমস্ত দেশ পরস্পরকে সাহায্য করতে পারে ।
করোনার নয়া রূপ ওমিক্রন, বিজ্ঞান সম্মত নাম বি.1.1.529 (COVID Variant B.1.1.529) থেকে সংক্রমণ ক্রমশ ছড়িয়ে পড়তে শুরু করেছে । দক্ষিণ আফ্রিকা, বৎসোয়ানা এবং হংকং ছাড়িয়ে নেদারল্যান্ড, অস্ট্রেলিয়া এবং স্কটল্যান্ডেও বেশ কয়েক জন কোভিড আক্রান্তের শরীরে ওমিক্রনের উপস্থিতি মিলেছে ।
আরও পড়ুন:WHO on Omicron: ডেল্টার থেকেও ভয়ংকর ওমিক্রন ? কী বলছে হু
এমন পরিস্থিতিতে সোমবার জার্মানির বিদায়ী চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল, চিলির প্রেসিডেন্ট সেবাস্টিয়ান পিনেরা-সহ একাধিক রাষ্ট্রনেতাকে নিয়ে বিশেষ বৈঠক করেন হু-র (World Health Organisation) ডিরেক্টর জেনারেল টেড্রস অ্যাডানম গেব্রেসিয়াস (Tedros Adhanom Ghebreyesus) । করোনার বিরুদ্ধে ‘গ্লোবাল অ্যাকশন প্ল্যান’ তৈরির লক্ষ্যেই এ দিনের বৈঠকের আয়োজন হয়েছিল, যাতে আগামী দিনে মহামারী পরিস্থিতিতে একজোট হয়ে গোড়াতেই সংক্রমণ ঠেকানো, সংক্রমণ ছড়িয়ে পড়া রুখতে প্রস্তুতি নেওয়া যায় এবং সম্ভাব্য অতিমারি নিয়ে আগে থেকেই তৈরি থাকা যায় ৷