দম লাগা কে হাইসা সিনেমায় নায়িকাকে কাঁধে নিয়ে একটি প্রতিযোগিতায় দৌড়াচ্ছেন নায়ক ৷ কখনও জল-কাদা দিয়ে ৷ কখনও পাটাতনের উপর দিয়ে ৷ এমন প্রতিযোগিতা বাস্তবেও হয় ৷ স্ত্রীকে কাঁধে নিয়ে স্বামীর দৌড়়ানোর প্রতিযোগিতা শুরু হয় ফিনল্যান্ডে ৷ রীতিমতো বিশ্ব চ্যাম্পিয়ানশিপ৷
ফিনল্যান্ডে শুরু হলেও মজার খেলাটি বর্তমানে জনপ্রিয় গোটা পৃথিবীতেই৷ এমনকী সম্প্রতি ভারতের মাটিতেও শুরু হয়েছে বউ কাঁধে নিয়ে দৌড় বিশ্বকাপ! কিন্তু কবে, কীভাবে স্ত্রীকে কাঁধে নিয়ে দৌড় প্রতিযোগিতার শুরু হল?
এই বিষয়ে রয়েছে মিথ, হ্যারকো রোসোর গল্প৷ হ্যারকো রোসো ছিল 18 শতকের ফিনল্যান্ডের কুখ্যাত ডাকাত৷ যার কর্ম ও বসবাস গভীর জঙ্গলে৷ তবে, সাগরেদদের নিয়ে আশপাশের গ্রামে এসেও হামলা চালাত সে৷ রোসোর গল্প থেকেই স্ত্রীকে কাঁধে করে স্বামীর দৌড় প্রতিযোগিতার তিনটি সূত্র মেলে৷
প্রথম সূত্র: রোসোর দল গ্রামে হামলা করার পর মালপত্র ও মহিলাদের তুলে আনত গভীর জঙ্গলে৷ দ্রুত জঙ্গলে ফিরতে মহিলাদের কাঁধে করে তুলে আনা হত৷