পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

টিকাকেও কাবু করছে করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট, দাবি হু-এর বিজ্ঞানীর - coronavirus

দেশে করোনাভাইরাসের বিস্ফোরণের কারণ দর্শালেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার শীর্ষ বিজ্ঞানী ৷ তিনি জানালেন, এই ভ্যারিয়েন্ট সাংঘাতিক সংক্রামক ৷ তবে ভীড় জমায়েতকেও দায়ী করেছেন তিনি ৷

WHO's Top Scientist Soumya Swaminathan On Factors Behind India's Covid Explosion
দেশে কোভিড বিস্ফোরণের কারণ কী ? জানালেন হু-এর বিজ্ঞানী

By

Published : May 9, 2021, 11:45 AM IST

Updated : May 9, 2021, 5:23 PM IST

জেনেভা, 9 মে: ভারতে ছড়ানো নয়া কোভিড ভ্যারিয়েন্ট অনেক বেশি সংক্রামক ৷ এটি হয়তো টিকার সুরক্ষাবলয় ভেঙে দিতেও সক্ষম ৷ সেই কারণেই দেশে কোভিড বিস্ফোরণ ৷ এমনই মত বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বিজ্ঞানীর ৷

এএফপি-কে দেওয়া সাক্ষাত্কারে সৌম্য স্বামীনাথন জানিয়েছেন, "ভারতে অতিমারির যে চরিত্র আমরা লক্ষ্য করছি, তাতে বোঝা যাচ্ছে যে এই ভ্যারিয়েন্ট অত্যন্ত দ্রুত ছড়িয়ে পড়তে সক্ষম ৷" শিশুরোগ বিশেষজ্ঞ তথা ক্লিনিক্যাল সায়ান্টিস্ট স্বামীনাথনের মতে, গত বছর অক্টোবরে প্রথম শনাক্ত করা হয়েছিল কোভিড 19-এর বি.1.617 ভ্যারিয়েন্ট ৷ এটিই দেশে বিপর্যয় ডেকে আনার অন্যতম কারণ ৷ 62 বছরের বিজ্ঞানীর কথায়, "এই ভাইরাস অনেক দ্রুত ছড়িয়ে পড়ছে ৷"

তিনি জানান, এই ভ্যারিয়েন্ট খুব কম সময়ের মধ্যে একটি জনগোষ্ঠীর মধ্যে সংক্রমিত হতে সক্ষম ৷ শুধু তাই নয়, এটি শরীরের অ্যান্টিবডিকেও দমিয়ে রাখতে পারে বলে জানিয়েছেন স্বামীনাথন ৷ তাঁর দাবি, কেউ করোনায় আক্রান্ত হওয়ার পর তাঁর শরীরে যে অ্যান্টিবডি তৈরি হয়, নয়া ভ্যারিয়েন্ট তাকেও নিষ্ক্রিয় করে দিতে পারে ৷ সে জন্যই টিকা দেওয়া থাকলেও এই ভ্যারিয়েন্ট বাসা বাঁধতে পারে মানুষের শরীরে ৷

আরও পড়ুন:দেশে দৈনিক করোনা সংক্রমণ ফের 4 লাখের উপরে, মৃত আরও 4092

তিনি আরও বলেছেন, B.1.617 ভ্যারিয়েন্ট এখন যথেষ্ট উদ্বেগের ৷ তবে ভারতে সাংঘাতিক হারে সংক্রমণ বৃদ্ধির জন্য শুধু এই ভ্যারিয়েন্টকে দোষ দিলেই চলবে না বলেও মত স্বামীনাথনের ৷ কোভিড বিস্ফোরণের জন্য বিরাট জমায়েত ও সামাজিক দূরত্ব বজায় না-রাখাকে দায়ী করেছেন তিনি ৷ তাঁর কথায়, "ভারতের মতো বড় দেশে সংক্রমণ নামিয়ে আনা সম্ভব, যেটা কয়েক মাস ধরে হয়েওছিল ৷ তবে পরে সেটা চেপে রাখা কঠিন হয়ে যায় ৷ কারণ হাজার হাজার মানুষ সংক্রমিত হতে থাকে এবং তা বহু গুণ বাড়তে থাকায় আর তার গতি থামানো যায়নি ৷"

ভারতে টিকাকরণের গতিও যথেষ্ট দ্রুত নয় বলে মত হু-এর বিজ্ঞানীর ৷ তিনি বলেছেন, 130 কোটি জনসংখ্যার দেশের 70-80 শতাংশ মানুষের টিকাকরণ হতেই সময় লেগে যাবে কয়েক মাস বা বছরখানেক ৷

দেশে ক্রমেই ভয়ংকর হচ্ছে করোনা পরিস্থিতি ৷ দৈনিক সংক্রমণ আজ আবারও চার লাখ ছাড়িয়ে গিয়েছে ৷ একদিনে মৃতের সংখ্যাও আবার চার হাজার ছাড়িয়ে গিয়েছে ৷ গত 24 ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন 4.03 লক্ষেরও বেশি মানুষ ৷ করোনায় প্রাণ গিয়েছে আরও 4,092 জনের ৷

Last Updated : May 9, 2021, 5:23 PM IST

ABOUT THE AUTHOR

...view details