জেনেভা, 9 মে: ভারতে ছড়ানো নয়া কোভিড ভ্যারিয়েন্ট অনেক বেশি সংক্রামক ৷ এটি হয়তো টিকার সুরক্ষাবলয় ভেঙে দিতেও সক্ষম ৷ সেই কারণেই দেশে কোভিড বিস্ফোরণ ৷ এমনই মত বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বিজ্ঞানীর ৷
এএফপি-কে দেওয়া সাক্ষাত্কারে সৌম্য স্বামীনাথন জানিয়েছেন, "ভারতে অতিমারির যে চরিত্র আমরা লক্ষ্য করছি, তাতে বোঝা যাচ্ছে যে এই ভ্যারিয়েন্ট অত্যন্ত দ্রুত ছড়িয়ে পড়তে সক্ষম ৷" শিশুরোগ বিশেষজ্ঞ তথা ক্লিনিক্যাল সায়ান্টিস্ট স্বামীনাথনের মতে, গত বছর অক্টোবরে প্রথম শনাক্ত করা হয়েছিল কোভিড 19-এর বি.1.617 ভ্যারিয়েন্ট ৷ এটিই দেশে বিপর্যয় ডেকে আনার অন্যতম কারণ ৷ 62 বছরের বিজ্ঞানীর কথায়, "এই ভাইরাস অনেক দ্রুত ছড়িয়ে পড়ছে ৷"
তিনি জানান, এই ভ্যারিয়েন্ট খুব কম সময়ের মধ্যে একটি জনগোষ্ঠীর মধ্যে সংক্রমিত হতে সক্ষম ৷ শুধু তাই নয়, এটি শরীরের অ্যান্টিবডিকেও দমিয়ে রাখতে পারে বলে জানিয়েছেন স্বামীনাথন ৷ তাঁর দাবি, কেউ করোনায় আক্রান্ত হওয়ার পর তাঁর শরীরে যে অ্যান্টিবডি তৈরি হয়, নয়া ভ্যারিয়েন্ট তাকেও নিষ্ক্রিয় করে দিতে পারে ৷ সে জন্যই টিকা দেওয়া থাকলেও এই ভ্যারিয়েন্ট বাসা বাঁধতে পারে মানুষের শরীরে ৷