পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

WHO warns over Omicron: ওমিক্রন কম ক্ষতিকারক ভাবাটা বোকামি, সতর্কবার্তা হু‘র - ওমিক্রন নিয়ে সৌম্য স্বামীনাথন

ওমিক্রন করোনা ভাইরাসের অন্যান্য ভ্যারিয়েন্টের থেকে কম ক্ষতিকারক (Omicron is milder variant), এখনই এটা ভাবলে বোকামি করা হবে ৷ মানুষকে সতর্ক (WHO warns over Omicron) করে একথা বললেন হু-এর মুখ্য বিজ্ঞানী সৌম্য স্বামীনাথন (Soumya Swaminathan on Omicron)৷

WHO warns against concluding Omicron is milder variant than other coronavirus strains
ওমিক্রন কম ক্ষতিকারক, এখনই এটা ভাবাটা বোকামি ! সতর্ক করল হু

By

Published : Dec 21, 2021, 11:56 AM IST

জেনেভা, 21 ডিসেম্বর: করোনা ভাইরাসের নয়া ভ্যারিয়েন্ট ওমিক্রনের ছড়িয়ে পড়ার গতি দ্রুত হলেও এটি ডেল্টার মতো ক্ষতিকারক নয় (Omicron is milder variant) ৷ বিভিন্ন ক্ষেত্রে এই দাবি করা হচ্ছিল ৷ তবে এই ধারণার বশবর্তী হয়ে এখনই আশ্বস্ত হওয়ার কোনও কারণ নেই বলে সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO warns over Omicron) ৷ হু-এর মুখ্য বিজ্ঞানী সৌম্য স্বামীনাথনের (Soumya Swaminathan on Omicron) দাবি, করোনার অন্যান্য স্ট্রেইনের থেকে ওমিক্রনের প্রভাব কম ক্ষতিকারক, এখনই তা বলার সময় আসেনি ৷ নয়া এই ভ্যারিয়েন্ট বহু মানুষকে অসুস্থ করে স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থার উপর অত্যধিক চাপ সৃষ্টি করতে পারে বলে সতর্ক করেছেন তিনি ৷

করোনা ভাইরাসের সব ভ্যারিয়েন্টের (news coronavirus variant) থেকে ওমিক্রন বেশি দ্রুত গতিতে ছড়ানোর ক্ষমতা রাখে বলে আগেই জানিয়েছিলেন বিশেষজ্ঞরা ৷ তার প্রমাণও মিলেছে বিভিন্ন দেশে ৷ সাম্প্রতিক রিপোর্ট বলছে, আমেরিকায় (Omicron sweeps across US) গত এক সপ্তাহে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা 3 শতাংশ থেকে এক লাফে বেড়ে 73 শতাংশ হয়ে গিয়েছে ৷ ব্রিটেনেও লাফিয়ে বাড়ছে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা ৷ তবে বেশিরভাগ ক্ষেত্রেই দাবি করা হচ্ছিল যে, ডেল্টার প্রভাব যতটা ক্ষতিকারক ছিল, তার থেকে তুলনায় কম ক্ষতিকারক ওমিক্রন ৷

আরও পড়ুন:Omicron sweeps across US : আমেরিকায় এক সপ্তাহে ওমিক্রনে আক্রান্ত 3% থেকে বেড়ে 73%

তবে এ কথা এখনই জোর দিয়ে বলা বুদ্ধিমানের কাজ হবে না বলে এবার সাফ জানিয়ে দিল হু ৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থার মুখ্য বিজ্ঞানী সৌম্য স্বামীনাথন জেনেভার সাংবাদিকদের বলেছেন, "আমরা যদি নিশ্চিন্ত হয়ে বসে থাকি এবং এটা ধরে নিই যে এটা একটা মৃদু ভ্যারিয়েন্ট, এর থেকে কঠিন রোগ হবে না - তাহলে তা সম্ভবত বোকামি হবে ৷ কারণ আমার মতে এই স্ট্রেইনে আক্রান্তের সংখ্যা যে ভাবে বাড়ছে, তাতে স্বাস্থ্য পরিষেবার উপর অত্যধিক চাপ সৃষ্টি হবে ৷"

আরও পড়ুন:Corona Update in India : সংক্রমণ খানিকটা কমে 6 হাজারের ঘরে, উদ্বেগ বাড়াচ্ছে ওমিক্রন

তিনি আরও বলেন, ‘‘দক্ষিণ আফ্রিকার একটি অংশের তথ্যের উপর ভিত্তি করে ধারণা করা হয়েছিল যে এই ভ্যারিয়েন্টের প্রভাব মৃদু ৷ তবে জনসংখ্যার মধ্যে যে ভাবে এটি ছড়াচ্ছে, তাতে সেই ধারণার বশবর্তী হয়ে থাকলে তা বিভ্রান্তিকর হতে পারে ৷’’

আরও পড়ুন:WHO chief Tedros Adhanom on China : করোনাভাইরাসের উৎস নিয়ে আরও তথ্য দিক চিন, বললেন হু প্রধান

ABOUT THE AUTHOR

...view details