জেনেভা, 21 ডিসেম্বর: করোনা ভাইরাসের নয়া ভ্যারিয়েন্ট ওমিক্রনের ছড়িয়ে পড়ার গতি দ্রুত হলেও এটি ডেল্টার মতো ক্ষতিকারক নয় (Omicron is milder variant) ৷ বিভিন্ন ক্ষেত্রে এই দাবি করা হচ্ছিল ৷ তবে এই ধারণার বশবর্তী হয়ে এখনই আশ্বস্ত হওয়ার কোনও কারণ নেই বলে সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO warns over Omicron) ৷ হু-এর মুখ্য বিজ্ঞানী সৌম্য স্বামীনাথনের (Soumya Swaminathan on Omicron) দাবি, করোনার অন্যান্য স্ট্রেইনের থেকে ওমিক্রনের প্রভাব কম ক্ষতিকারক, এখনই তা বলার সময় আসেনি ৷ নয়া এই ভ্যারিয়েন্ট বহু মানুষকে অসুস্থ করে স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থার উপর অত্যধিক চাপ সৃষ্টি করতে পারে বলে সতর্ক করেছেন তিনি ৷
করোনা ভাইরাসের সব ভ্যারিয়েন্টের (news coronavirus variant) থেকে ওমিক্রন বেশি দ্রুত গতিতে ছড়ানোর ক্ষমতা রাখে বলে আগেই জানিয়েছিলেন বিশেষজ্ঞরা ৷ তার প্রমাণও মিলেছে বিভিন্ন দেশে ৷ সাম্প্রতিক রিপোর্ট বলছে, আমেরিকায় (Omicron sweeps across US) গত এক সপ্তাহে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা 3 শতাংশ থেকে এক লাফে বেড়ে 73 শতাংশ হয়ে গিয়েছে ৷ ব্রিটেনেও লাফিয়ে বাড়ছে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা ৷ তবে বেশিরভাগ ক্ষেত্রেই দাবি করা হচ্ছিল যে, ডেল্টার প্রভাব যতটা ক্ষতিকারক ছিল, তার থেকে তুলনায় কম ক্ষতিকারক ওমিক্রন ৷
আরও পড়ুন:Omicron sweeps across US : আমেরিকায় এক সপ্তাহে ওমিক্রনে আক্রান্ত 3% থেকে বেড়ে 73%