জেনেভা, 28 জুলাই: কোরোনা সংক্রমণ নিয়ে নানা সময়ে নানা মত সামনে এসেছে । কয়েকদিন আগেও দাবি করা হয়েছিল, প্রতিবছরই ফিরে আসতে পারে এই মারণ ভাইরাস । তবে এই তত্ত্বকে উড়িয়ে দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
উত্তর গোলার্ধে গ্রীষ্মকালে কোরোনা সংক্রমণ নিয়ে যে তত্ত্ব উঠে এসেছে, তা উড়িয়ে WHO-এর তরফে জানানো হয়, "এই ভাইরাস ইনফ্লুয়েঞ্জার মতো নয় যা ঋতু অনুযায়ী পরিবর্তিত হবে বা ফিরে আসবে। "
জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে মার্গারেট হ্যারিস বলেন, "মানুষ এখনও ঋতু সম্পর্কে ভাবছে । আমাদের এটা স্পষ্টভাবে বুঝতে হবে যে এটি একটি নতুন ভাইরাস এবং এটির আচরণ সম্পূর্ণ ভিন্ন। "