পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

WHO on quarantine : কোভিড থেকে সেরে উঠলেও 14 দিন কোয়ারান্টিনে থাকার পরামর্শ হু-র - বিশ্ব স্বাস্থ্য সংস্থা

করোনার লক্ষণ প্রকাশ পাওয়ার দিন থেকে শুরু করে খুব কম সময়ের মধ্যে সুস্থ হয়ে উঠছেন করোনা সংক্রামিত রোগীরা ৷ বাড়ি থেকে বেরিয়ে পড়ছেন ৷ কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানাচ্ছে অন্য কথা (WHO recommends a fourteen day quarantine for Covid 19 patients) ৷ আর এমন তীব্র সংক্রমণ ক্ষমতার ভাইরাস দুনিয়া দেখেনি, জানালেন হু-র আধিকারিক ৷

WHO on quarantine
14 দিন কোয়ারান্টিনে থাকার পরামর্শ হু-র

By

Published : Jan 5, 2022, 8:27 AM IST

Updated : Jan 5, 2022, 9:29 AM IST

জেনেভা, 5 জানুয়ারি : কোভিড সংক্রমণ থেকে সেরে উঠলেও 14 দিন কোয়ারান্টিনে থাকা উচিত, জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (World Health Organization, WHO) ৷ মঙ্গলবার এই সংস্থার এক আধিকারিক সাংবাদিক বৈঠকে জানান, করোনা সংক্রামিত হলে, সেই লক্ষণ দেখা দেওয়ার পাঁচ থেকে সাত দিনের মধ্যে অনেকে সুস্থ হয়ে যাচ্ছেন ৷ কিন্তু হু দু'সপ্তাহ কোয়ারান্টিনে থাকার পরামর্শ দিচ্ছে (WHO recommends a fourteen day quarantine for Covid-19 patients) ৷ তবে বিভিন্ন রাষ্ট্র তাদের নিজের নিজের পরিস্থিতি অনুযায়ী কোয়ারান্টিনে থাকার সময়সীমা ঠিক করতেই পারে, এ কথাও জানিয়েছেন হু-র কোভিড-19 ইনসিডেন্ট ম্যানেজমেন্ট সাপোর্ট টিমের (COVID-19 Incident Management Support Team) আধিকারিক আবদি মাহমুদ (Abdi Mahamud) ৷

সংক্রমণের সংখ্যা এখনও কম, এমন দেশে দীর্ঘ সময়ের কোয়ারান্টিন চালু হলে ফল ভাল হবে ৷ এতে সংক্রমণের সংখ্যা কম থাকবে ৷ অনেক জায়গায় আবার রোগীরা পালিয়ে যাচ্ছেন ৷ সে ক্ষেত্রে দেশকে সচল রাখতে কম সময়ের কোয়ারান্টিন যুক্তিসম্মত ৷ হু-র কোয়ারান্টিন পরামর্শের সপক্ষে ব্যাখ্যা দিলেন আধিকারিক ৷

আরও পড়ুন : Quarantine Leave for teachers : শিক্ষক, শিক্ষাকর্মীদের জন্য 'কোয়ারান্টিন লিভ' চালু রাজ্য সরকারের

ইনফ্লুয়েঞ্জা (influenza) আর কোভিড-19 (COVID-19), দুটোই ভাইরাস ঘটিত রোগ ৷ আর দুটোতেই সংক্রামিত হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ যদিও দুটো ভাইরাস দু'রকম ভাবে শরীরকে আক্রমণ করে ৷ তবে এই দুটো ভাইরাস মিলে একটা নতুন ভাইরাস তৈরি হওয়ার ঝুঁকি তেমন একটা নেই ৷

বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী, 2021-র 29 ডিসেম্বর পর্যন্ত 128 টি দেশে ওমিক্রন সংক্রমণ ধরা পড়েছে ৷ প্রথমে দক্ষিণ আফ্রিকায় সন্ধান মেলে এই ভ্যারিয়্যান্টের ৷ সেখানে সংক্রমণ খুব দ্রুত বেড়ে গিয়েছিল ৷ এখন তুলনায় কম ৷ হাসপাতালে ভর্তি, মৃত্যুর হারও হ্রাস পেয়েছে ৷ কিন্তু অন্য দেশগুলিতেও এরকম পরিস্থিতি হবে, এমনটা নয়, জানালেন মাহমুদ ৷

তিনি বলেন, "ওমিক্রন ভ্যারিয়্যান্ট নিয়ে সাম্প্রতিক গবেষণা জানাচ্ছে, এটা ফুসফুসের তেমন একটা ক্ষতি করে না ৷ খুব ভাল খবর ৷ তাও যাঁদের সংক্রামিত হওয়ার ঝুঁকি বেশি এবং যাঁরা এখনও ভ্যাকসিন নেননি, তাঁরা এই ভ্যারিয়্যান্টে সাংঘাতিক অসুস্থ হয়ে পড়তে পারেন ৷"

আরও পড়ুন : AIIMS cancels doctors' winter vacation: বাড়ছে কোভিড, ডাক্তারদের শীতকালীন ছুটি বাতিল করল এইমস

ওমিক্রন ভ্যারিয়্যান্ট কত দ্রুত ছড়াতে পারে, তার একটি পরিসংখ্যান দেন মাহমুদ ৷ ডেনমার্কে আলফা ভ্যারিয়্যান্টে আক্রান্তদের সংখ্যা দ্বিগুণ হতে সময় লেগেছে দু'সপ্তাহ ৷ যেখানে ওমিক্রন ভ্যারিয়্যান্টে সেই সংখ্যা পৌঁছেছে মাত্র দু'দিনে ৷ তিনি বলেন, "বিশ্ব এখনও পর্যন্ত এত তীব্র সংক্রমণ ক্ষমতার ভাইরাস দেখেনি ৷"

হু-র কৌশলী বিশেষজ্ঞ দল এসএজিই (Strategic Advisory Group of Experts, SAGE) ইমিউনাইজেশন নিয়ে পর্যালোচনামূলক বৈঠক করবে 19 জানুয়ারি ৷ এতে বুস্টারের সময়, দুটো ভ্যাকসিনের ব্যবহার এবং ভবিষ্যতের বিভিন্ন ভ্যাকসিন নিয়ে আলোচনা হবে ৷

Last Updated : Jan 5, 2022, 9:29 AM IST

ABOUT THE AUTHOR

...view details