লন্ডন, 19 জুন : কোরোনা ভ্যাকসিন ৷ হ্যাঁ ঠিকই ৷ আসতে চলেছে স্বস্তি ৷ আগামী বছরের শেষের মধ্যে প্রায় 200 কোটির কাছাকাছি কোরোনা ভ্যাকসিনের ডোজ় তৈরি হয়ে যাবে ৷ এমনই জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) ৷ গতকাল WHO -এর প্রধান বৈজ্ঞানিক ডঃ সৌম্যা স্বামীনাথন বলেন, " প্রায় 200 কোটির কাছাকাছি কোরোনা ভ্যাকসিনের ডোজ় তৈরি হয়ে যাবে আগামী বছরের শেষের মধ্যে ৷ "
সুইৎজ়ারল্যান্ডের জেনেভাতে সাংবাদিক বৈঠকে স্বামীনাথন বলেন, এখনও পর্যন্ত আমরা কোনও ভ্যাকসিন পাইনি ৷ তবে, আমরা যদি ভাগ্যবান হই , তবে এই বছরের শেষের দিকে একটা-দুটো সফল ভ্যাকসিন পাওয়া যেতে পারে ৷ আগামী বছরের শেষের দিকে 200 কোটি ডোজ় তৈরি করা যাবে ৷ তিনি আরও জানান, এই মারণ ভাইরাসের ( SARS-CoV-2 ) ভ্যাকসিন নিরাপদ ও কার্যকর পদ্ধতিতে বানাতে হবে ৷ একারণে বিজ্ঞানীরা আগেই জানিয়েছিলেন, ভ্যাকসিনটি বানাতে সময় লাগবে 12 থেকে 18 মাস ৷