জেনেভা (রাষ্ট্রসঙ্ঘ), 14 জুলাই : করোনার ডেল্টা ভ্যারিয়্যান্ট (Delta Variant) দ্রুত ছড়িয়ে পড়ছে ৷ তাতে সংক্রমণের সংখ্যা বাড়ছে ৷ এর ফলে সমগ্র স্বাস্থ্য ব্যবস্থার উপর চাপ তৈরি হচ্ছে ৷ বিশেষ করে করোনার টিকাকরণের প্রক্রিয়া কম হওয়ায় এই চাপ ক্রমশ ভয়ানক আকার ধারণ করছে ৷ এমনই সতর্কবার্তা দিয়েছে বিশ্বস্বাস্থ্য সংস্থা (World Health Organization) বা হু ৷
গতকাল, মঙ্গলবার হু-এর কোভিড-19 (Covid-19) সংক্রান্ত সাপ্তাহিক এপিডেমিওলজিক্যাল আপডেট প্রকাশিত হয়েছে ৷ সেখানে জানানো হয়েছে যে বিভিন্ন এলাকায় ডেল্টা ভ্যারিয়্যান্টে করোনা সংক্রমণের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে ৷ 13 জুলাই পর্যন্ত বিশ্বের 111টি দেশ, অঞ্চল ও এলাকায় এই ডেল্টা ভ্যারিয়্যান্টের অস্তিত্ব পাওয়া গিয়েছে ৷
আরও পড়ুন :Coronavirus India: দেশে বাড়ল সংক্রমণ, তবে নিম্নমুখী মৃত্যুর হার
হু (WHO)-এর আশঙ্কা, এই ভ্যারিয়্যান্টে আক্রান্ত হওয়ার সংখ্যা আগামিদিনে আরও বৃদ্ধি পাবে ৷ আর আগামী কয়েকমাস এই ভ্যারিয়্যান্ট ভয়ঙ্কর প্রভাব ফেলবে সারা বিশ্বে ৷ যেহেতু করোনার টিকাকরণ (Covid Vaccination) এখনও পর্যন্ত সেইভাবে গতি পায়নি, তাই স্বাস্থ্য ব্যবস্থায় এই ডেল্টা ভ্যারিয়্যান্ট ক্রমশ ভয়ঙ্কর চাপ তৈরি করছে ৷
তার উপর করোনা সংক্রমণ কমলেই যেভাবে বিধি না মেনে মানুষ বাইরে বের হচ্ছেন, তাতে ভয় আরও বাড়ছে বলেই হু-এর অভিমত ৷ কারণ, এতে সংক্রমণ বাড়ছে ৷ হাসপাতালে ভর্তি হওয়ার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে ৷ মৃত্যুও বাড়ছে৷ তাই স্থানীয় হোক বা আন্তর্জাতিকস্তর, সর্বত্রই অপ্রয়োজনীয় যাতায়াতে রাশ টানতে চায় বিশ্বস্বাস্থ্য সংস্থা ৷
আরও পড়ুন :Zika Virus : আরও 4 জন, কেরালায় চিন্তা বাড়িয়ে জ়িকায় আক্রান্ত 23