পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

দ্রুত ছড়িয়ে পড়া ডেল্টা ভ্যারিয়্যান্ট বিশ্বের স্বাস্থ্য ব্যবস্থা চাপ বাড়াচ্ছে, উদ্বিগ্ন হু - Delta Variant latest news today

করোনার ডেল্টা ভ্যারিয়্যান্ট সবচেয়ে দ্রুত ছড়িয়ে পড়ছে ৷ তাই এই নিয়ে উদ্বেগ প্রকাশ করল বিশ্বস্বাস্থ্য সংস্থা ৷ আগামী কয়েকমাসে এই ভ্যারিয়্যান্টের জন্য সংক্রমণের ভয়ানক পরিস্থিতি তৈরি হতে পারে বলে তাদের আশঙ্কা ৷

who express concern about speedy transmission of delta variant is more threat for health system
দ্রুত ছড়িয়ে পড়া ডেল্টা ভ্যারিয়্যান্ট বিশ্বের স্বাস্থ্য ব্যবস্থা চাপ বাড়াচ্ছে, উদ্বিগ্ন হু

By

Published : Jul 14, 2021, 1:36 PM IST

জেনেভা (রাষ্ট্রসঙ্ঘ), 14 জুলাই : করোনার ডেল্টা ভ্যারিয়্যান্ট (Delta Variant) দ্রুত ছড়িয়ে পড়ছে ৷ তাতে সংক্রমণের সংখ্যা বাড়ছে ৷ এর ফলে সমগ্র স্বাস্থ্য ব্যবস্থার উপর চাপ তৈরি হচ্ছে ৷ বিশেষ করে করোনার টিকাকরণের প্রক্রিয়া কম হওয়ায় এই চাপ ক্রমশ ভয়ানক আকার ধারণ করছে ৷ এমনই সতর্কবার্তা দিয়েছে বিশ্বস্বাস্থ্য সংস্থা (World Health Organization) বা হু ৷

গতকাল, মঙ্গলবার হু-এর কোভিড-19 (Covid-19) সংক্রান্ত সাপ্তাহিক এপিডেমিওলজিক্যাল আপডেট প্রকাশিত হয়েছে ৷ সেখানে জানানো হয়েছে যে বিভিন্ন এলাকায় ডেল্টা ভ্যারিয়্যান্টে করোনা সংক্রমণের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে ৷ 13 জুলাই পর্যন্ত বিশ্বের 111টি দেশ, অঞ্চল ও এলাকায় এই ডেল্টা ভ্যারিয়্যান্টের অস্তিত্ব পাওয়া গিয়েছে ৷

আরও পড়ুন :Coronavirus India: দেশে বাড়ল সংক্রমণ, তবে নিম্নমুখী মৃত্যুর হার

হু (WHO)-এর আশঙ্কা, এই ভ্যারিয়্যান্টে আক্রান্ত হওয়ার সংখ্যা আগামিদিনে আরও বৃদ্ধি পাবে ৷ আর আগামী কয়েকমাস এই ভ্যারিয়্যান্ট ভয়ঙ্কর প্রভাব ফেলবে সারা বিশ্বে ৷ যেহেতু করোনার টিকাকরণ (Covid Vaccination) এখনও পর্যন্ত সেইভাবে গতি পায়নি, তাই স্বাস্থ্য ব্যবস্থায় এই ডেল্টা ভ্যারিয়্যান্ট ক্রমশ ভয়ঙ্কর চাপ তৈরি করছে ৷

তার উপর করোনা সংক্রমণ কমলেই যেভাবে বিধি না মেনে মানুষ বাইরে বের হচ্ছেন, তাতে ভয় আরও বাড়ছে বলেই হু-এর অভিমত ৷ কারণ, এতে সংক্রমণ বাড়ছে ৷ হাসপাতালে ভর্তি হওয়ার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে ৷ মৃত্যুও বাড়ছে৷ তাই স্থানীয় হোক বা আন্তর্জাতিকস্তর, সর্বত্রই অপ্রয়োজনীয় যাতায়াতে রাশ টানতে চায় বিশ্বস্বাস্থ্য সংস্থা ৷

আরও পড়ুন :Zika Virus : আরও 4 জন, কেরালায় চিন্তা বাড়িয়ে জ়িকায় আক্রান্ত 23

হু-এর সমীক্ষা অনুযায়ী, এখনও পর্যন্ত করোনার আলফা ভ্যারিয়্যান্ট 178টি দেশে ছড়িয়েছে ৷ বিটা ভ্যারিয়্যান্ট ছড়িয়েছে 123টি দেশে এবং গামা ভ্যারিয়্যান্ট ছড়িয়েছে 75টি দেশে ৷ সেই নিরিখে আলফা ও বিটার থেকে পিছিয়ে রয়েছে ডেল্টা ৷ কিন্তু এই ভ্যারিয়্যান্টের করোনা ভাইরাস অত্যন্ত দ্রুত ছড়িয়ে পড়ছে ৷ যা করোনার আগের ভ্যারিয়্যান্টগুলির মধ্যে দেখা যায়নি ৷

এই পরিস্থিতিতে হু চায় করোনার টিকাকরণ আরও বাড়ুক ৷ এখনও পর্যন্ত সারা বিশ্বের মোট জনসংখ্যার 24.7 শতাংশ মানুষ টিকার অন্তত একটি ডোজ নিয়েছেন ৷ তার সঙ্গে করোনার টিকার বণ্টনেও সমস্যা রয়েছে ৷

আরও পড়ুন :Covid-19 : করোনা মোকাবিলায় কোভিড ভাইরাসের বিকৃত সিন্থেটিক সংস্করণ ব্য়বহারের ভাবনা গবেষকদের

একই সঙ্গে হু-এর মত, করোনার বিভিন্ন ভ্যারিয়্যান্টে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা কীভাবে বদলে যাচ্ছে, সেই বিষয়টি খতিয়ে দেখতে হবে ৷ প্রয়োজনে ভবিষ্যতে সেই বদলকে সামনে রেখে করোনার টিকাতেও প্রয়োজনীয় হেরফের ঘটাতে হবে ৷

বিশ্বস্বাস্থ্য সংস্থার সাম্প্রতিক হিসেব বলছে, চলতি বছরের জুলাই মাসের 5 থেকে 11 তারিখের মধ্যে সারা বিশ্বে 3 মিলিয়ন মানুষ নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৷ আগের সপ্তাহের তুলনায় এই সংখ্যা 10 শতাংশ বৃদ্ধি পেয়েছে ৷ অথচ এর আগে টানা নয় সপ্তাহ করোনার সংক্রমণ কমেছিল ৷ তাছাড়া আগের সপ্তাহের তুলনায় মৃত্যুর সংখ্যাও 3 শতাংশ বেড়েছে ৷ এটা নিয়ে চিন্তিত বিশ্বস্বাস্থ্য সংস্থা ৷

আরও পড়ুন :অনৈতিক জিনোম এডিটিং বন্ধে আন্তর্জাতিক ডেটাবেসের পক্ষে সওয়াল রাষ্ট্রসংঘের

ABOUT THE AUTHOR

...view details