জেনেভা, 7 অক্টোবর : ম্যালেরিয়া টিকার অনুমোদন দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (World Health Organization- WHO) ৷ ম্যালেরিয়ায় প্রতি বছর চার লক্ষ মানুষের মৃত্যু হয় ৷ তার মধ্যে বেশিরভাগটাই আফ্রিকার শিশু ৷ তা ঠেকাতেই এবার হু আরটিএস,এস/এএস01 (RTS,S/AS01) টিকার অনুমোদন দিল ৷
ইতিমধ্যেই ঘানা, কেনিয়া এবং মালাউয়িতে 2019 সাল থেকে একটি পাইলট কর্মসূচি হিসাবে এই টিকা দেওয়া শুরু করা হয় ৷ সেই থেকে এখনও অবধি 8 লক্ষ শিশুর টিকাকরণ হয়েছে ৷ তার ভিত্তিতেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা ম্যালেরিয়ার এই টিকার অমুমোদন দিল ৷ ভ্যাকসিনটি ওষুধ প্রস্তুতকারী সংস্থা জিএসকে (GSK) 1987 সালে তৈরি করেছিল ।
আফ্রিকার সাহারা সংলগ্ন এলাকাগুলিতে ম্যালেরিয়ার প্রকোপ বিশেষ চিন্তার কারণ ৷ প্রতি বছর 2 লক্ষ 60 হাজার শিশু ম্যালেরিয়ার মারা যায় ৷ সম্প্রতি এই মৃত্যুহার ঠেকাতে বেগ পেতে হচ্ছিল হু এবং তার সহযোগী সংগঠনগুলিকে ৷