পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

Russia-Ukraine Crisis : ইউক্রেনে ঢুকে পড়া রুশ সেনা ট্যাঙ্কের গায়ে লেখা 'জেড', কেন ? - what does the meaning of z marking in russian tanks in ukraine

2014 সালে যখন ক্রিমিয়া দখল করে রাশিয়া, তখনও রুশ সেনা ট্যাঙ্কে এই বিশেষ এই চিহ্ন দেখা গিয়েছিল ৷ সেই একই চিহ্ন দেখা যাচ্ছে এবারের রুশ সেনা ট্যাঙ্কগুলিতেও (Russian Tanks in Ukraine)

russian tanks in ukraine
ইউক্রেনে ঢুকে পড়া রুশ সেনা ট্যাঙ্কের গায়ে লেখা জেড

By

Published : Feb 25, 2022, 3:27 PM IST

কিয়েভ, 25 ফেব্রুয়ারি: ইউক্রেনে হামলা চালাচ্ছে রাশিয়ার সেনাবাহিনী ৷ বৃহস্পতিবারই প্রতিবেশী দেশটির উপর বিশেষ এই সামরিক অভিযানে ছাড়পত্র দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ৷ তাঁর ঘোষণার পরেই তিন দিক দিয়ে ঘিরে ইউক্রেনে আক্রমণ শানিয়েছে রুশ সেনা ৷ স্থল ও আকাশ পথে ইউক্রেনের একাধিক শহরে ঢুকেছে পুতিন বাহিনী ৷ মুহুর্মুহু চলছে বিমান হানা, ক্ষেপণাস্ত্র হামলা ৷ আকাশ পথে যেমন রাশিয়ান সেনার প্যারাটুপার্স দল নেমেছে ইউক্রেনে, সেরকমই ইউক্রেন সীমান্ত পেরিয়ে ঢুকেছে রুস সেনার পদাতিক বাহিনী, যুদ্ধ ট্যাঙ্ক ৷

সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া বিভিন্ন ছবি ও ভিডিও এবং আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত বিভিন্ন ছবিতে দেখা গিয়েছে ইউক্রেনে ঢোকা রুশ যুদ্ধ ট্যাঙ্কেগুলির (Russian Tanks in Ukraine) গায়ে লেখা রয়েছে 'জেড' ৷ কিন্তু এর মানে কী ? কেনই বা ট্যাঙ্ক গুলির গায়ে এই বিশেষ চিহ্ন আঁকা ৷ রাশিয়ায় সিরিলিক বর্ণমালা ব্যবহার করা হয় ৷ সেখানে 'জেড'-এর ব্যবহার নেই ৷ তাই মনে করা হচ্ছে এই অভিযানের কোনও কোড বা প্রতীক হতে পারে ওই বিশেষ চিহ্ন ৷ 2014 সালে যখন ক্রিমিয়া দখল করে রাশিয়া তখনও, রুশ সেনার ট্যাঙ্কে ব্যবহার করা হয়েছিল ওই চিহ্ন ৷

আরও পড়ুন : "ইউক্রেন একা লড়ছে, শক্তিশালী দেশগুলি দূর থেকে দেখছে" ভিডিয়ো বার্তা ইউক্রেন প্রেসিডেন্টের

তবে এক্ষেত্রে দেখা যাচ্ছে, ট্যাঙ্কগুলির গায়ে 'জেড' লেখা থাকলেও তার আকৃতি সব ক্ষেত্রে সমান নয় ৷ ইউক্রেনের কোনও প্রান্তের ট্যাঙ্কে দেখা গিয়েছে 'জেড', অপর কোনও প্রান্তের ট্যাঙ্কে সেই চিহ্নই আঁকা হয়েছে কিছুটা বাঁকা ভাবে ৷ কোথাও আবার একটি চতুর্ভূজের মধ্যে লেখা হয়েছে ৷ প্রতিরক্ষা বিশেষজ্ঞদের ধারণা, যুদ্ধক্ষেত্রে যাতে সহজে নিজেদের ট্যাঙ্কগুলিকে চিহ্নিত করা যায় তাই এই পন্থা নিয়েছে রাশিয়ার সেনা ৷ ইউক্রেনের বিভিন্ন এলাকায় যেহেতু একসঙ্গে প্রচুর সেনা ট্যাঙ্ক প্রবেশ করেছে, তাই এলাকা চিহ্নিত করতে ওই 'জেড' চিহ্নটিকেও এলাকা ভিত্তিতে ভিন্ন ভিন্ন ভাবে ট্যাঙ্কের গায়ে আঁকা হয়েছে ৷

আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, এর থেকেই পরিষ্কার রীতিমতো দীর্ঘদিন ধরে পরিকল্পনা করেই প্রতিবেশ দেশটিতে সেনা পাঠিয়েছেন পুতিন, যাতে সম্পূর্ণ ইউক্রেন দখল করা যায় ৷ কেননা একমাত্র সেক্ষেত্রেই রুশ ট্যাঙ্কগুলির পরস্পরের সামনে চলে আসার সম্ভাবনা থাকে, আর তখন যাতে রুশ সেনার নিজেদের মধ্যে কোনও ভুল বোঝাবুঝি না হয় সেই কারণেই এই বিশেষ ব্যবস্থা ৷

ABOUT THE AUTHOR

...view details