কিয়েভ, 25 ফেব্রুয়ারি: ইউক্রেনে হামলা চালাচ্ছে রাশিয়ার সেনাবাহিনী ৷ বৃহস্পতিবারই প্রতিবেশী দেশটির উপর বিশেষ এই সামরিক অভিযানে ছাড়পত্র দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ৷ তাঁর ঘোষণার পরেই তিন দিক দিয়ে ঘিরে ইউক্রেনে আক্রমণ শানিয়েছে রুশ সেনা ৷ স্থল ও আকাশ পথে ইউক্রেনের একাধিক শহরে ঢুকেছে পুতিন বাহিনী ৷ মুহুর্মুহু চলছে বিমান হানা, ক্ষেপণাস্ত্র হামলা ৷ আকাশ পথে যেমন রাশিয়ান সেনার প্যারাটুপার্স দল নেমেছে ইউক্রেনে, সেরকমই ইউক্রেন সীমান্ত পেরিয়ে ঢুকেছে রুস সেনার পদাতিক বাহিনী, যুদ্ধ ট্যাঙ্ক ৷
সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া বিভিন্ন ছবি ও ভিডিও এবং আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত বিভিন্ন ছবিতে দেখা গিয়েছে ইউক্রেনে ঢোকা রুশ যুদ্ধ ট্যাঙ্কেগুলির (Russian Tanks in Ukraine) গায়ে লেখা রয়েছে 'জেড' ৷ কিন্তু এর মানে কী ? কেনই বা ট্যাঙ্ক গুলির গায়ে এই বিশেষ চিহ্ন আঁকা ৷ রাশিয়ায় সিরিলিক বর্ণমালা ব্যবহার করা হয় ৷ সেখানে 'জেড'-এর ব্যবহার নেই ৷ তাই মনে করা হচ্ছে এই অভিযানের কোনও কোড বা প্রতীক হতে পারে ওই বিশেষ চিহ্ন ৷ 2014 সালে যখন ক্রিমিয়া দখল করে রাশিয়া তখনও, রুশ সেনার ট্যাঙ্কে ব্যবহার করা হয়েছিল ওই চিহ্ন ৷