পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

পরিবেশ বান্ধব পদ্ধতি অনুসরণে আগামী 10 বছরে 39.5 কোটি কর্মসংস্থান হতে পারে:WEF

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের একটি গবেষণায় দেখা গিয়েছে, পরিবেশ রক্ষায় কার্যকরী ভূমিকা বাণিজ্য ও অর্থনীতির জন্য লাভজনক ৷ গবেষণার রিপোর্টে বলা হয়েছে, পরিবেশ বান্ধব পদ্ধতি অনুসরণ করে আগামী 10 বছরের মধ্যে কয়েক কোটি নতুন কর্মসংস্থান হতে পারে ৷

WEF
WEF

By

Published : Jul 16, 2020, 5:29 PM IST

জেনেভা, 16 জুলাই : পরিবেশ বান্ধব পদ্ধতিই বাণিজ্যের নতুন পথ দেখাতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা ৷ এই পদ্ধতি অনুসরণ করলে 2030 সালের মধ্যে বিশ্বে 39.5 কোটি নতুন কর্মসংস্থান হতে পারে বলে জানাল ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম ৷

WEF-র ‘ফিউচার অব নেচার অ্যান্ড বিজ়নেস রিপোর্ট’-এ বলা হয় পরিবেশ বান্ধব পদ্ধতি পদ্ধতিতে 2030 সালের মধ্যে সমগ্র বিশ্বে 39.5 কোটি কর্মসংস্থান হতে পারে ৷ যে সকল বাণিজ্য বা শিল্প প্রতিষ্ঠানে পরিবেশ রক্ষায় জোর দেওয়া হবে বা পরিবেশ রক্ষায় বিশেষ ভূমিকা পালন করবে, তারা আগামীদিনে 10 ট্রিলিয়নের বাণিজ্যের সুযোগ পেতে পারে ৷

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের নেচার অ্যাকশন অ্যাজেন্ডার প্রধান আকাঙ্খা খতরি বলেন, ‘‘আমরা জীব বৈচিত্র সংকটের বিষয়টি নজরে রেখে আমাদের অর্থনীতিকে নতুনভাবে গঠন করতে পারি, যা লক্ষাধিক কাজ তৈরি এবং রক্ষা করবে ৷ ব্যবসা ও সরকারের কাজ আরও ভালো করার লক্ষ্যে জনগণের আওয়াজ জোরদার হয়েছে ৷ পরিবেশ বান্ধব পদ্ধতি অনুসরণ করে আমরা খাদ্য সরবরাহ পদ্ধতি সংরক্ষণ, পরিকাঠামোর উন্নত ব্যবহার ও নতুন শক্তি উৎস ব্যবহার করতে পারি ৷’’

WEF-র তরফ থেকে পরিবেশ বান্ধব পদ্ধতি বা কার্যক্রমকে তিনটি বিভাগে ভাগ করা হয়েছে ৷ এগুলি হল-

খাদ্য, জমি ও সামুদ্রিক ব্যবহার-

WEF-র মতে, খাদ্য, জমি ও সামুদ্রিক ক্ষেত্রে পরিবেশ বান্ধব পদ্ধতি অনুসরণ করে 19.1 কোটি নতুন কর্মসংস্থান ও 3.6 ট্রিলিয়ন অধিক রাজস্ব আয় হবে৷ মানুষের মধ্যে অধিক সবজির ব্যবহার করে বৈচিত্রময় খাদ্যাভ্যাস, বৃহত্তর কৃষিকাজের ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার এবং মৎসচাষে দীর্ঘস্থায়ী বাস্তুতন্ত্রের ব্যবস্থাপনা এই বিভাগের অন্তর্গত ৷

পরিকাঠামো ও পরিবেশ সৃষ্টি-

WEF-র মতে, এই বিভাগে 11.7 কোটি নতুন চাকরি তৈরি হবে এবং তিন ট্রিলিয়ন অর্থ সঞ্চয় হবে ৷ পরিবেশ বান্ধব পরিকাঠামোর উদাহরণ হল প্রাকৃতিক আলো ও LED ব্যবহার করে স্মার্ট বিল্ডিং, জল অপচয় রোধ ও দীর্ঘস্থায়ী বর্জ্য ব্যবস্থাপনা কৌশল গ্রহণ ৷

শক্তি ও নির্যাস-

WEF-র তরফে বলা হয়, 2030 সালের মধ্যে এই ক্ষেত্রে 8.7 কোটি কর্মসংস্থানের সুযোগ ও বাণিজ্য ক্ষেত্রে 3.5 ট্রিলিয়ন লাভ হতে পারে ৷ খনন এবং ব্যবহারযোগ্য সম্পদ উৎপাদনে পুনরুদ্ধার উন্নত করা, অটোমোটিভ যন্ত্রাংশ পুনর্নির্মাণ এবং পুনরায় ব্যবহার ও পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎস ব্যবহার করা এর উদাহরণ ।

ABOUT THE AUTHOR

...view details