পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

বাতাসে দ্রুত ছড়ায়, করোনার নতুন স্ট্রেন ভিয়েতনামে - corona

নতুন এক প্রকার করোনা ভাইরাসের স্ট্রেন পাওয়া গেল ভিয়েতনামে, যা ব্রিটেন এবং ভারতে পাওয়া স্ট্রেনের হাইব্রিড ৷ ভিয়েতনামে সাড়ে তিন হাজারের বেশি নতুন সংক্রমণ এবং 12 মৃত্যুর ঘটনা ঘটেছে ৷ এখনও অবধি ভিয়েতনামে মোট মৃতের সংখ্যা দাঁড়াল 47 ৷

ভিয়েতনামে করোনার নতুন প্রজাতি
ভিয়েতনামে করোনার নতুন প্রজাতি

By

Published : May 30, 2021, 11:12 AM IST

হানোই, 30 মে : ভিয়েতনামে করোনা ভাইরাসের একটি নতুন প্রজাতি পাওয়া গিয়েছে যা ইউকে এবং ভারতে পাওয়া স্ট্রেনের হাইব্রিড ৷ শনিবার ভিয়েতনামের স্বাস্থ্যমন্ত্রী নুয়েন থাং লং জানান, দেশে সম্প্রতি করোনা আক্রান্তদের শরীর থেকে ভাইরাস নিয়ে তার জেনেটিক পরীক্ষা করে দেখা গিয়েছে ভাইরাসটি নতুন প্রজাতির ৷ পরীক্ষালদ্ধ তথ্য অনুযায়ী অনুমান করা হচ্ছে, এই প্রজাতি খুব সহজেই সংক্রমণ ঘটাতে পারে ৷

এমনিতে ভাইরাস পুনরুৎপাদন পদ্ধতির মাধ্যমে প্রায়ই ছোটখাটো জিনগত পরিবর্তন হতে থাকে ৷ করোনা ভাইরাসের ক্ষেত্রেও তাই হয়েছে ৷ 2019 সালে চিনে প্রথম পাওয়া যাওয়ার পর থেকে করোনা ভাইরাসেরও নতুন নতুন প্রজাতি পাওয়া গিয়েছে ৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে চারটি প্রজাতির কথা বলা হয়েছে ৷ তার মধ্যে একটি ভারতে এবং একটি ইউকে-তে পাওয়া যায় ৷ বাকি দু'টি প্রজাতির একটি দক্ষিণ আফ্রিকা এবং একটি ব্রাজিলের ৷

নুয়েন থাং লং জানান, ভিয়েতনামে বর্তমান সংক্রমণ পরিস্থিতির জন্য এই নতুন প্রজাতি দায়ী ৷ করোনার এই নতুন স্ট্রেন বাতাসে দ্রুত ছড়ায় ৷ এই নতুন প্রজাতির ভাইরাসে দেশের 63টির মধ্যে 30টি নিগম এবং প্রদেশের মানুষ সংক্রামিত হয়েছেন ৷ করোনা প্যানডেমিকের শুরু থেকেই ভিয়েতনামে সংক্রমণ উল্লেখযোগ্য ভাবে কম ছিল ৷ মে মাসের শুরুতেই দেশে তিন হাজার একশো জন সংক্রামিত এবং 35 জনের মৃত্যুর ঘটনা ঘটেছিল ৷ কিন্তু গত কয়েক সপ্তাহে ভিয়েতনামে আরও সাড়ে তিন হাজার মানুষ নতুন করে সংক্রামিত হন ৷ মৃত্যু হয় 12 জনের ৷ এর মধ্যে দেশে মোট 47টি মৃত্যু হয়েছে ৷

নতুন এই সংক্রমণ ঘটেছে দেশের বাক নেং এবং বাক জিয়াং প্রদেশে ৷ শিল্পনগরী হওয়ায় এই দু'টি জায়গার জন ঘনত্ব বেশ বেশি ৷ কড়া স্বাস্থ্য বিধি জারি থাকা সত্ত্বেও বাক জিয়াংয়ের একটি সংস্থার চার হাজার আটশো জন কর্মীর মধ্যে এক চতুর্থাংশ কর্মী করোনায় আক্রান্ত হয়েছেন ৷ 90 লক্ষ মানুষের বাস হো-চি-মিন শহরে প্রটেস্ট্যান্ট চার্চের অনন্ত 85 জন সংক্রামিত হয়েছেন ৷ এরপরই দেশের যেকোন ধর্মীয় অনুষ্ঠানের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷ শহরগুলিও জনসমাবেশ বন্ধ রাখা হয়েছে ৷ পাবলিক পার্ক এবং রেস্তরাঁ, বার, ক্লাব এবং স্পায়ের মতো নিত্য প্রয়োজনীয় নয় এমন ব্যবসাগুলি বন্ধ রাখার হচ্ছে ৷

এখনও পর্যন্ত ভিয়েতনামে 10 লক্ষ মানুষকে করোনার টিকা অ্যাস্ট্রাজেনেকা দেওয়া হয়েছে ৷ গত সপ্তাহেই ফাইজারের সঙ্গে 3 কোটি করোনা টিকার ডোজের চুক্তি হয় ৷ এগুলি জুনের পর ফাইজারের তরফে ভিয়েতনামে পাঠানো হবে ৷ এছাড়াও মডার্নার সঙ্গে কথা চালাচ্ছে ফাম মিন চিনের সরকার ৷ সরকারি তরফে জানানো হয়েছে, আশা করা যায় মর্ডানার সঙ্গে চুক্তি সম্পন্ন হলে 9.6 কোটির আশি শতাংশ দেশবাসীকে টিকা দেওয়া যাবে ৷

আরও পড়ুন : লাল ফোলা চোখ, হাতে কালশিটে, প্রকাশ্যে ডমিনিকার গারদে মেহুলের প্রথম ছবি

ABOUT THE AUTHOR

...view details