হানোই, 30 মে : ভিয়েতনামে করোনা ভাইরাসের একটি নতুন প্রজাতি পাওয়া গিয়েছে যা ইউকে এবং ভারতে পাওয়া স্ট্রেনের হাইব্রিড ৷ শনিবার ভিয়েতনামের স্বাস্থ্যমন্ত্রী নুয়েন থাং লং জানান, দেশে সম্প্রতি করোনা আক্রান্তদের শরীর থেকে ভাইরাস নিয়ে তার জেনেটিক পরীক্ষা করে দেখা গিয়েছে ভাইরাসটি নতুন প্রজাতির ৷ পরীক্ষালদ্ধ তথ্য অনুযায়ী অনুমান করা হচ্ছে, এই প্রজাতি খুব সহজেই সংক্রমণ ঘটাতে পারে ৷
এমনিতে ভাইরাস পুনরুৎপাদন পদ্ধতির মাধ্যমে প্রায়ই ছোটখাটো জিনগত পরিবর্তন হতে থাকে ৷ করোনা ভাইরাসের ক্ষেত্রেও তাই হয়েছে ৷ 2019 সালে চিনে প্রথম পাওয়া যাওয়ার পর থেকে করোনা ভাইরাসেরও নতুন নতুন প্রজাতি পাওয়া গিয়েছে ৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে চারটি প্রজাতির কথা বলা হয়েছে ৷ তার মধ্যে একটি ভারতে এবং একটি ইউকে-তে পাওয়া যায় ৷ বাকি দু'টি প্রজাতির একটি দক্ষিণ আফ্রিকা এবং একটি ব্রাজিলের ৷
নুয়েন থাং লং জানান, ভিয়েতনামে বর্তমান সংক্রমণ পরিস্থিতির জন্য এই নতুন প্রজাতি দায়ী ৷ করোনার এই নতুন স্ট্রেন বাতাসে দ্রুত ছড়ায় ৷ এই নতুন প্রজাতির ভাইরাসে দেশের 63টির মধ্যে 30টি নিগম এবং প্রদেশের মানুষ সংক্রামিত হয়েছেন ৷ করোনা প্যানডেমিকের শুরু থেকেই ভিয়েতনামে সংক্রমণ উল্লেখযোগ্য ভাবে কম ছিল ৷ মে মাসের শুরুতেই দেশে তিন হাজার একশো জন সংক্রামিত এবং 35 জনের মৃত্যুর ঘটনা ঘটেছিল ৷ কিন্তু গত কয়েক সপ্তাহে ভিয়েতনামে আরও সাড়ে তিন হাজার মানুষ নতুন করে সংক্রামিত হন ৷ মৃত্যু হয় 12 জনের ৷ এর মধ্যে দেশে মোট 47টি মৃত্যু হয়েছে ৷