দিল্লি, 16 জুন : ঢাকা থেকে স্পেশাল বিমানে দেশে ফিরছে সেদেশে আটকে পড়া ভারতীয়রা ৷ বিদেশে আটকে পড়া ভারতীয়দের দেশে ফেরানোর এটি তৃতীয় পর্যায় ৷ আজ ঢাকা থেকে দিল্লি ও আমেদাবাদে ভারতীয়দের নিয়ে ফিরবে এই স্পেশাল বিমান ৷ অন্যদিকে, ফিলিপিন্সের মানিলা থেকে স্পেশাল বিমান ফিরবে চেন্নাইতে ও বিশাখাপটনমে ৷
বাংলাদেশের হাই কমিশন আজ টুইট করে জানায়, " ঢাকা থেকে বন্দে ভারত মিশনের তৃতীয় পর্যায়ের কাজ শুরু হয়েছে ৷ আজ এই মিশনের আওতায় এয়ার ইন্ডিয়ার বিমানে ঢাকায় আটকে পড়া ভারতীয়দের ফেরানো হবে দিল্লি ও আমেদাবাদে ৷ "
ফিলিপিন্সের হাই কমিশন টুইট করে জানায়, " ফিলিপিন থেকে বন্দে ভারত মিশনের আওতায় ভারতে ফিরতে পেরে খুশি যাত্রীরা ৷ এয়ারপোর্টে তাদের চেক-ইন শুরু হয়ে গেছে ৷ "