কিভ, 13 মার্চ : ইউক্রেনে রাশিয়ার সেনার হামলার হাত থেকে রেহাই পেলেন না সাংবাদিকও (US Jurno shot dead by Russians) ৷ রাশিয়ার হামলায় নিউ ইয়র্ক টাইমসের সাংবাদিক ব্রেন্ট রেনৌডের মৃত্যু হয়েছে বলে দাবি করেছে ইউক্রেনের সংবাদপত্র কিভ পোস্ট ৷ রুশ হামলায় ব্রেন্টের সঙ্গে থাকা আরও এক সাংবাদিক আহত হয়েছেন বলেও খবর ৷ ইউক্রেনের ইরপিনে রবিবার এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে ৷
নিজের কাজের জন্য এর আগে সম্মানিত হয়েছেন 51 বছর বয়সি এই চিত্র সাংবাদিক ৷ নিউ ইয়র্ক টাইমসের সঙ্গেও যুক্ত ছিলেন তিনি ৷ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এক ভিডিয়োতে ওয়াইন নামে আহত এক ব্যক্তি নিজেকে ব্রেন্টের সহকর্মী হিসেবে দাবি করেছেন ৷ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় তিনি বলেছেন, "আমরা ইরপিনের একটি ব্রিজ পেরিয়ে, উদ্বাস্তুদের ছবি তুলতে যাচ্ছিলাম ৷ আমরা একটি গাড়িতে উঠেছিলেম অন্য আরও একটি ব্রিজে যাওয়ার জন্য ৷ আমরা চেক পয়েন্ট পেরতেই আমাদের দিকে তাক করে গুলি চালাতে শুরু করে ওরা ৷ গাড়ির চালক গাড়ি ঘুরিয়ে নিলেও গুলি চালাতে থাকা ওরা ৷ আমার বন্ধু ব্রেন্ট রেনৌডের গলায় গুলি লাগে ৷ আরপর আমরা আলাদা হয়ে যাই ৷"