পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

Russia-Ukraine Crisis : রাশিয়ার সঙ্গে সরাসরি যুদ্ধ করবে না বাইডেনের পাঠানো অতিরিক্ত সেনাবাহিনী - United States has deployed additional troops to defend NATO allies

জো বাইডেন নানাভাবে পুতিন সরকারকে চাপে রাখার চেষ্টা করছে ৷ ন্যাটোর পাশে দাঁড়াতে আমেরিকা থেকে সেনাবাহিনী পাঠিয়েছেন তিনি ৷ তারা কি ইউক্রেনের হয়ে যুদ্ধ করবে (Russia Ukraine crisis) ?

Biden deployed additional troops in Ukraine
পূর্ব ইউরোপ রক্ষায় আমেরিকার অতিরিক্ত সেনাবাহিনী

By

Published : Feb 25, 2022, 8:45 AM IST

ওয়াশিংটন ডিসি, 25 ফেব্রুয়ারি : ইউক্রেনের সঙ্গে সরাসরি যুদ্ধের পথ এড়িয়ে গেল আমেরিকা ৷ জো বাইডেন জানিয়েছেন, ন্যাটোর সহযোগী দেশ, বিশেষত ইউরোপের পূর্বদিকে থাকা দেশগুলোর পাশে থাকতে আমেরিকা থেকে অতিরিক্ত সেনাবাহিনী পাঠানো হয়েছে ৷ তবে তারা ইউক্রেনে গিয়ে রাশিয়ার সঙ্গে যুদ্ধ করবে না (US forces are not going to Europe to fight in Ukraine, Says Joe Biden) ৷

বৃহস্পতিবার হোয়াইট হাউজ়ে তিনি বলেন, "আমরা ন্যাটোকে সাহায্য করতে এই পদক্ষেপ করছি ৷ আগামিকাল ন্যাটোর 30টি দেশের নেতাদের সঙ্গে একটি বৈঠক হবে ৷ সেখানে এর পরে কী করা যায়, সেই পরিকল্পনা নেওয়া হবে ৷" গত বছর ইউক্রেনকে 65 কোটি মার্কিন ডলার অর্থ সাহায্য় করেছে আমেরিকা ৷

আরও পড়ুন : Strong Sanctions on Russia : "পুতিনের সঙ্গে আর কথা নয়, রাশিয়াকে ফল ভুগতে হবে", আর্থিক নিষেধাজ্ঞা জারি করে ঘোষণা বাইডেনের

তিনি (President Joe Biden) আরও জানান, আমেরিকা তার সমস্ত বাহিনীর শক্তি দিয়ে ন্যাটোর অধিকৃত প্রত্যেক ইঞ্চি জমি রক্ষা করতে দায়বদ্ধ (United States has deployed additional troops to defend NATO allies) ৷ ন্যাটো এখন আগের থেকে অনেক বেশি ঐক্যবদ্ধ, দাবি বাইডেনের ৷ তিনি বলেন, "কোনও সন্দেহ নেই যে, আমেরিকা এবং ন্যাটোর সহযোগী প্রতিটি দেশ আমাদের 5 নম্বর ধারার প্রতিশ্রুতি মেনে চলবে ৷ যেখানে বলা হয়েছে, একটি রাষ্ট্রে আক্রমণ মানে সবার উপর আক্রমণ ৷" তিনি জানান, রাশিয়া ইউক্রেনে হামলা চালানোর কিছুক্ষণের মধ্যেই ন্যাটো জোটবদ্ধ হয়ে সাড়া দিয়েছে ৷ এবার তার প্রত্যুত্তরে বাইডেন সেনাবাহিনী পাঠিয়েছেন ৷

বিগত কয়েক সপ্তাহে আমেরিকা থেকে হাজারে হাজারে সেনা জার্মানি আর পোল্যান্ডে গিয়েছে ৷ প্রেসিডেন্ট জানান, বেলারুস এবং ব্ল্যাক সি-তে রাশিয়ার সেনাবাহিনী রয়েছে ৷ তাই ন্যাটোর পূর্ব দিকের সহযোগী এস্তোনিয়া, লাতভিয়া, লিথুয়ানিয়া, পোল্যান্ড এবং রোমানিয়ায় আমেরিকার স্থল এবং বায়ু সেনা মোতায়েন করেছেন তিনি ৷

পুতিনের এই আগ্রাসনের বিরুদ্ধে রাশিয়াকে অর্থনৈতিক এবং কৌশলী দিক দিয়ে চাপে রাখতে চান বাইডেন ৷ তিনি হুঁশিয়ারি দেন, "আন্তর্জাতিক মঞ্চে পুতিনকে একঘরে করে দেব ৷" আমেরিকার প্রেসিডেন্টের দাবি, ভ্লাদিমির পুতিনের এই আক্রমণের ফলে রাশিয়া আরও দুর্বল হয়েছে এবং বাকি পৃথিবীর আরও শক্তিশালী হয়েছে ৷

আরও পড়ুন : Indian Students Trapped in Ukraine : ইউক্রেন-রাশিয়া সীমান্তে বেসমেন্টে লুকিয়ে 400 ভারতীয় পড়ুয়া

ABOUT THE AUTHOR

...view details