ডেট্রয়েট (মিশিগান), 9 মার্চ : এবার সাময়িকভাবে রাশিয়া থেকে ব্যবসা গুটিয়ে নিচ্ছে ম্যাকডোনাল্ডস, স্টারবাকস, কোকা-কোলা, পেপসি কো. এবং জেনারেল ইলেক্ট্রিক (US Food Chains are Temporarily Withdrawing Their Business from Russia) ৷ বিশ্বের প্রায় সব দেশে এই সংস্থাগুলির ব্যবসা রয়েছে এবং প্রায় সব মার্কিন কর্পোরেট সংস্থাই রাশিয়া থেকে তাঁদের ব্যবসা সাময়িকভাবে গুটিয়ে নিতে পারে (Business Sanctions on Russia) ৷ আর এই সিদ্ধান্তের একমাত্র কারণ ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন ৷
ম্যাকডোনাল্ডসের প্রেসিডেন্ট তথা সিইও ক্রিস কেম্পজিনস্কি সংস্থার সকল কর্মীদের উদ্দেশ্যে একটি চিঠি লিখেছেন ৷ সেখানে তিনি জানিয়েছেন, ‘‘আমাদের মূল্যবোধ, ইউক্রেনের মানুষের উপর নেমে আসা দুর্ভোগকে উপেক্ষা করতে শেখায় না ৷’’ আর সেই কারণে রাশিয়ায় বার্গার জায়েন্ট এই সংস্থার 850টি আউলেট সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ ৷ তবে, রাশিয়ার ওই দোকানগুলিতে কর্মরত 62 হাজার কর্মীকে নিয়মিত বেতন দেওয়া হবে বলে জানানো হয়েছে ৷ ওই চিঠিতে ম্যাকডোনাল্ডসের সিইও ক্রিস কেম্পজিনস্কি লিখেছেন, ‘‘রাশিয়ায় আমাদের 62 হাজার কর্মীকে নিয়মিত বেতন দেওয়া হবে ৷ কারণ, তাঁরা নিজেদের হৃদয় এবং আত্মাকে আমাদের ম্যাকডোনাল্ডস ব্র্যান্ডের জন্য উজার করে দিয়েছেন ৷’’
তবে, কবে ফের খুলবে সংস্থার আউলেটগুলি ? এনিয়ে কেম্পজিনস্কি জানিয়েছেন, ‘‘কবে আবার দোকানগুলি খোলা হবে ? তা নিশ্চিতভাবে বলা এখনই সম্ভব নয় ৷’’ পাশাপাশি স্টারবাকসের তরফে গত শুক্রবার জানানো হয়েছিল রাশিয়ায় তাঁদের 130টি দোকান থেকে যে আয় হবে, মানবিকতার স্বার্থে তার পুরোটা ইউক্রেনের ত্রাণ হিসেবে দান করা হবে ৷ অর্থাৎ, রাশিয়ার মাটি থেকেই ইউক্রেনে আর্থিক সাহায্য প্রদানের কথা ঘোষণা করেছিল কুয়েতের আলশায়া ফ্র্যাঞ্চাইজির এই সংস্থা ৷
আরও পড়ুন : Sanction on Russia : যুদ্ধের জেরে নিষেধাজ্ঞায় শীর্ষে রাশিয়া