জেনেভা (স্যুইৎজারল্যান্ড), 24 জানুয়ারি:যাঁরা এখনও করোনা টিকা নেননি, তাঁরা ওমিক্রনে আক্রান্ত হলে ফল সাংঘাতিক হতে পারে (Unvaccinated can get severe Covid after Omicron infection)৷ এমনই আশঙ্কার কথা শোনালেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভিড 19 টেকনিক্যাল লিড ডা. মারিয়া ভ্যান কারখোভে (WHO on Unvaccinated) ৷ কোভিডের নয়া ভ্যারিয়েন্টকে মৃদু ভাবলে ভুল করা হবে বলে দাবি করেছেন তিনি ৷
হু-এর প্রশ্নোত্তর পর্বে তিনি বলেছেন, "যাঁরা ওমিক্রনে সংক্রমিত হয়েছেন, তাঁদের এই রোগের সব সমস্যা দেখা দিতে পারে ৷ মৃদু উপসর্গ থেকে শুরু করে তা সাংঘাতিক আকার নিয়ে মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে ৷ আমরা এখনও পর্যন্ত যা দেখতে পাচ্ছি, যাঁরা বেশি বয়সের, যাঁরা টিকা নেননি, তাঁরা ওমিক্রনে আক্রান্ত হলে কোভিডের মারাত্মক প্রভাব তাঁদের উপর পড়তে পারে ৷ দেখা গিয়েছে, উদ্বেগের এই ভ্যারিয়েন্ট ওমিক্রনে আক্রান্ত হয়ে অনেককে হাসপাতালে ভর্তি হতে হচ্ছে এবং অনেকের মৃত্যুও হচ্ছে ৷ এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী অবশ্যই ওমিক্রন ডেল্টার থেকে কম সাংঘাতিক, তবে তাকে হাল্কা ভাবে নিলে ভুল করা হবে ৷"
একটা খবর প্রকাশিত হয়েছে যে, একদিন প্রত্যেকেই ওমিক্রনে আক্রান্ত হবে ৷ এই খবরের সত্যতা সম্পর্কে জানতে চাওয়া হলে ডা. কারখোভে বলেন, "সংক্রমণ ছড়ানোয় ওমিক্রন ডেল্টার থেকে অনেক বেশি শক্তিশালী, তবে তার মানে এটা নয় যে একে একে সবাই ওমিক্রনে আক্রান্ত হবেন ৷ তবে এটাও ঠিক যে, বিশ্বজুড়ে ওমিক্রনে সংক্রমণের সংখ্য়া বাড়ছে ৷"