রোম, 21 নভেম্বর: উত্তর লিবিয়ায় ভূমধ্যসাগরের (Mediterranean Sea) জলে ডুবে গেলেন 75 জন শরণার্থী (Migrants) ৷ রাষ্ট্রসঙ্ঘ (United Nation)-র শরণার্থী এজেন্সি (UN Migration Agency) একথা জানিয়েছে ৷ এ সপ্তাহের শুরুর দিকে এই ঘটনাটি ঘটেছে ৷ জানা গিয়েছে, শরণার্থীরা নৌকায় করে ইতালিতে যাওয়ার চেষ্টা করছিল ৷ শনিবার আন্তর্জাতিক শরণার্থী সংস্থার তরফে একটি টুইট করে এ সংক্রান্ত তথ্য জানানো হয় ৷ ওই সংস্থার তরফে পাওয়া তথ্য অনুযায়ী, মৎস্যজীবীরা 15 জনকে জীবিত উদ্ধার করে, তাঁদের উত্তর-পূর্ব লিবিয়ার পোর্ট অফ জুয়ারায় নিয়ে যায় ৷ এনিয়ে পরবর্তী আর কোনও তথ্য দেওয়া হয়নি ৷
রাষ্ট্রসঙ্ঘের তরফে দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার ইতালিয়ান জল সীমান্ত রক্ষীবাহিনী 420 জনের বেশি শরণার্থীকে উদ্ধার করেছে ৷ যাদের মধ্যে 12 জনেরও বেশি অপ্রাপ্তবয়স্ক রয়েছে ৷ তাঁরা ভূমধ্যসাগর হয়ে বিপজ্জনকভাবে একাধিক নৌকায় করে ইতালিতে প্রবেশের চেষ্টা করছিলেন ৷ এক সীমান্ত রক্ষীবাহিনী জানিয়েছেন, তাঁরা একটি মোটর চালিত নৌকা থেকে 70 জনকে উদ্ধার করেছেন ৷ দক্ষিণ সিসিলির কাছে ইতালির একটি ছোট্ট দ্বীপ লাম্পেদুসার কাছে তাঁদের উদ্ধার করা হয় ৷
আরও পড়ুন : Afghanistan : আফগান পরিস্থিতির প্রভাব পড়েছে আশপাশে, নিরাপত্তা বৈঠকে জানাল ভারত