কিভ, 7 মার্চ: যুদ্ধক্ষেত্রে ফুটল বিয়ের ফুল ৷ রাশিয়ার (Ukraine Russia war) সঙ্গে ধুন্ধুমার যুদ্ধের মাঝেই বিবাহবন্ধনে আবদ্ধ হলেন ইউক্রেনের দুই সৈনিক ৷ বিয়ের আসরে বরপক্ষ, কনেপক্ষ-সহ যাবতীয় দায়িত্ব পালন করল সেনাবাহিনীই ৷ রাশিয়ার সামরিক অভিযানে ধ্বংস ও মৃত্যুর উপত্যকায় পরিণত হওয়া ইউক্রেনে এই শুভ পরিণয় যেন নতুন করে গাইল জীবনের জয়গান ৷
11 দিন ধরে ইউক্রেনে চলছে রাশিয়ার হামলা (Ukraine Russia conflict)৷ পাল্টা প্রতিরোধ গড়ে তুলেছে কিভও ৷ দু‘পক্ষের যুদ্ধের তীব্রতায় আতঙ্কে প্রাণ হাতে করে পালাচ্ছেন মানুষজন ৷ কেউ আবার আশ্রয় নিয়েছেন নিরাপদ স্থলে ৷ তবে এত সবকিছুর মাঝেও রবিবার বিয়ে করলেন ইউক্রেনের দুই সেনা ৷ কিভপোস্ট তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে জানিয়েছে, 112 ব্রিগেড অফ দ্য টেরিটোরিয়াল ডিফেন্সের সৈনিক লেইসা ও ভ্যালেরি যুদ্ধক্ষেত্রেই বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন ৷
আরও পড়ুন:Modi to speak with Zelenskyy : আজ ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে ফোনে কথা বলবেন মোদি