কিয়েভ, 1 মার্চ :আবেদনপত্রে সই করলেন ভোলোদিমির জেলেনস্কি ৷ ইউরোপিয় ইউনিয়নের যোগ দেওয়ার পথে আরেক ধাপ এগিয়ে গেলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ৷ রাশিয়া আক্রমণের পঞ্চম দিনে সোমবার তিনি ইউরোপিয় ইউনিয়নের সদস্য হওয়ার আবেদনপত্রে সই করলেন (Ukraine President signs European Union membership application) ৷
বিশেষ মুহূর্তের ছবি ইউক্রেন পার্লামেন্টের টুইটারে পোস্ট করেছে জেলেনস্কি সরকার ৷ জানানো হয়েছে, ইউক্রেন যাতে ইউরোপিয় ইউনিয়নের সদস্যপদ পায়, তাই আবেদনপত্রে সই করলেন ভোলোদিমির জেলেনস্কি (Volodymyr Zelensky) ৷ দীর্ঘদিন এই স্বপ্ন দেখেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ৷ তিনি যতই ইউরোপের দিকে ঝুঁকেছেন, পুতিনের সঙ্গে সম্পর্ক ততই তিক্ত হয়েছে, যার পরিণতি এই আক্রমণ ৷
আরও পড়ুন : FIFA and UEFA suspend Russia : ফিফা-উয়েফার নিষেধাজ্ঞা, কাতার বিশ্বকাপে নেই রাশিয়া
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin, President of Russia) অবশ্য এবিষয়ে ইউরোপকেই দোষারোপ করেছেন ৷ তাঁর আক্রমণের ফলস্বরূপ বিশ্বের একাধিক দেশ নানা ভাবে রাশিয়াকে একঘরে করার চেষ্টা চালাচ্ছে ৷ ইতিমধ্যে রাশিয়ার মুদ্রা রুবলের পতন হয়েছে ৷ রাশিয়াও প্রত্যুত্তরে বিমান চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে ৷ তাই এবার সেখানে আটকে আমেরিকা, ইউরোপের বহু দেশের নাগরিক ৷ নগদ টাকা সংগ্রহের লাইনে ভিড় বাড়ছে রাশিয়ায় ৷
গতকাল বেলারুশ সীমান্তে রাশিয়া ও ইউরোপের প্রতিনিধি দলের মধ্যে একদফা আলোচনা হয় ৷ কোনও সমাধান ছাড়াই দু'তরফ বাড়ি ফিরে যায় ৷ রাতে এই পদক্ষেপ করেন ভোলোদিমির জেলেনস্কি ৷