পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

Russia-Ukraine Crisis : দেশ ছাড়ার মার্কিন প্রস্তাব খারিজ জেলেনস্কির, বদলে স্বাধীনতা রক্ষার লড়াইয়ের ভিডিয়ো বার্তা

দেশবাসীর উদ্দেশে ভিডিয়ো বার্তা জারি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির (Ukrainian President Volodymyr Zelenskyy) ৷

Russia ukraine update
দেশ ছাড়ার মার্কিন প্রস্তাব খারিজ জেলেনস্কির

By

Published : Feb 26, 2022, 12:36 PM IST

Updated : Feb 26, 2022, 2:01 PM IST

কিয়েভ, 26 ফেব্রুয়ারি: দেশ ছাড়ার প্রস্তাব এসেছিল আমেরিকা থেকে ৷ তবে তা গ্রহণ করেননি ৷ বরং পাল্টা দেশের স্বাধীনতা রক্ষার লড়াইয়ের বার্তা দিয়েছেন ৷ ভিডিয়ো বার্তায় ইউক্রেনিয় প্রেসিডেন্ট জানিয়েছেন, লড়াই তাঁরা জারি রেখেছেন (Ukrainian president refuses US offer to evacuate) ৷

ইউক্রেনের অন্যান্যা প্রান্তের মতো এবার রাজধানী কিয়েভের দখল নিতেও তৎপর রুশ সেনা ৷ আন্তর্জাতিক সংবাদসংস্থা সূত্রে, কিয়েভের একটি অংশে রুশ সৈনিকদের সঙ্গে সম্মুখ সমরে নেমেছে ইউক্রেন সেনা ৷ রাস্তাতেই তারা স্ট্র্যাটেজিক পজিশন নিয়েছে ৷ শনিবার ভোররাত থেকেই রাজধানী কিয়েভের দিকে ঝড়ের গতিতে এগোতা চাইছে পুতিন সেনা ৷ ফলে শহরের বিভিন্ন রাস্তায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়েছে খবর ৷

আন্তর্জাতিক সংবাদসংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, ইউক্রেন প্রশাসনের তরফে কিয়েভবাসীকে সতর্ক করে বলা হয়েছে, রাস্তায় যুদ্ধ চলছে, বাসিন্দারা যেন নিরাপদ আশ্রয় ছেড়ে বাইরে না বের হন ৷ রাজধানীর একাধিক জায়গা থেকে বিস্ফোরণের খবর মিলেছে ৷ গোলাগুলি চলার শব্দও শোনা গিয়েছে ৷

এরই মাঝে খবর মিলেছে, পরিস্থিতি কঠিন হলেও দেশ ছাড়তে নারাজ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ৷ সংবাদসংস্থার রিপোর্ট অনুযায়ী, আমেরিকার তরফে ইউক্রেনের প্রেসিডেন্টকে বার্তা দেওয়া হয়েছিল তিনি দেশ ছাড়তে চাইলে তাঁকে নিরাপদে বের করে আনা হবে ৷ কিন্তু সেই প্রস্তাব নাকচ করে ভলোদিমির জানিয়েছেন, "লড়াই চলছে, আমাদের অস্ত্র চাই, বাহন নয় ৷" রাশিয়াকে আলোচনার প্রস্তাব দিলেও তিনি যে হারের আগে পরাজয় স্বীকার করতে রাজি নন, তা শুক্রবার রাতেই এক ভিডিও বার্তায় স্পষ্ট করেছেন ইউক্রেন প্রেসিডেন্ট ৷ সেই বার্তায় তিনি বলেছিলেন, "আমরা সবাই এখানে আছি ৷ সেনা বাহিনী আছে, দেশের মানুষ আছেন ৷ দেশ বাঁচানোর, স্বাধীনতা বাঁচানোর লড়াই করছি আমরা ৷"

আরও পড়ুন : সারারাত হেঁটে রোমানিয়া সীমান্ত, হাসিমুখে সেলফি নেহাদের

শনিবার সকালে আর একটি ভিডিয়ো সামনে এসেছে ইউক্রেন প্রেসিডেন্টের ৷ সেখানেও দেশবাসীর মনোবল বাড়াতে বার্তা দিয়েছেন তিনি ৷ বলেছেন, "আমরা অস্ত্র নামিয়ে আত্মসমর্পণ করিনি ৷ আমরা দেশকে রক্ষা করব ৷ আমি সেনা বাহিনীকে আত্মসমর্পণ করতে বলেছি বলে যে খবর রটছে, তা ভুয়ো ৷" ইউক্রেনের সঙ্গে রাশিয়া আলোচনায় বসতে রাজি, তবে অস্ত্র ত্যাগ করতে হবে ইউক্রেন সেনাকে শুক্রবার এই বার্তা দিয়েছিলেন রুশ বিদেশমন্ত্রী ৷ পরে রুশ প্রেসিডেন্ট ইউক্রেন সেনার কাছে আবেদন জানান, সরকার ফেলে যেন তারাই সে দেশের ক্ষমতা দখল করে ৷ যদিও এরপরেও রুশ সেনার বিরুদ্ধে লড়াই জারি রেখেছে ইউক্রেনের সেনা ৷

Last Updated : Feb 26, 2022, 2:01 PM IST

ABOUT THE AUTHOR

...view details