নিউইয়র্ক, 24 ফেব্রুয়ারি : যুদ্ধ থামান ৷ রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে এমনই আর্জি জানালেন রাষ্ট্রসঙ্ঘে ইউক্রেনের রাষ্ট্রদূত সের্গেই কাইসলাইতসিয়া (Ukrainian ambassador requested to stop the war) ৷ নিরাপত্তা পরিষদের ওই জরুরি বৈঠকে তিনি আবেদন করেন যে এই যুদ্ধ থামানো রাষ্ট্রসঙ্ঘের দায়িত্বের মধ্যে পড়ে ৷ তাই প্রত্যেক সদস্যের কাছে এই যুদ্ধ থামানোর জন্য সাধ্যমতো চেষ্টা করতে বলেছেন (Ukrainian envoy appeals to UN members) ৷ সংবাদসংস্থার তরফে এমনই দাবি করা হয়েছে ৷
এদিকে ইউক্রেনের বিদেশমন্ত্রী ডিমিট্রো কুলেবা জানিয়েছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘোষণা মতো রুশ সেনা ইউক্রেনের উপর হামলা চালিয়েছে ৷ এতে ইউক্রেনের শান্তিপূর্ণ শহরগুলি আক্রান্ত ৷ তবে তিনি জানিয়েছেন যে এই যুদ্ধে ইউক্রেন জিতবে ৷ আর বিশ্বের প্রতি তাঁর বার্তা, পুতিনকে এখনই থামিয়ে দেওয়ার এটাই উপযুক্ত সময় ৷