কিভ, 18 মার্চ : যুদ্ধের মাশুল দিচ্ছেন সাধারণ মানুষ ৷ গতকালই ইউক্রেনের একটি থিয়েটার তছনছ হয়ে গিয়েছে রাশিয়ান মিসাইলে ৷ যেখানে আশ্রয় নিয়েছিল বহু ছোট ছোট ছেলেমেয়ে ৷ হামলার হাত থেকে রেহাই পায়নি হাসপাতাল, রেসিডেন্সিয়াল এলাকাগুলিও ৷ তেমনই এক হামলায় প্রাণ হারালেন ইউক্রেনের জনপ্রিয় অভিনেত্রী ওকসানা শভেটস (Ukrainian Actress Oksana Shvets Killed) ৷ 67 বছরের ওকসানা শিল্পে ইউক্রেনের সর্বোচ্চ নাগরিক পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী ৷
রাজধানী কিভের একটি অভিজাত আবাসনে থাকতেন ওকসানা ৷ শুক্রবার রাতে সেই আবাসনেই হামলা চালায় রুশ সেনারা ৷ আবাসনে আছড়ে পড়ে রকেট ৷ আর তাতেই মৃত্যু হয়েছে ইউক্রেনের বিখ্য়াত অভিনেত্রী ওকসানার ৷ ওকসানার মৃত্যুর খবর নিশ্চিত করেছে তাঁর থিয়েটার গ্রুপ 'ইয়ং থিয়েটার' ৷ বিবৃতিতে লেখা ছিল, "কিভের একটি রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ে রকেট শেলিংয়ের কারণে ইউক্রেনের শিল্পী ওকসানা শভেটস নিহত হয়েছেন ।" ওকসানা ইউক্রেনের সর্বোচ্চ শৈল্পিক সম্মান 'অনার আর্টিস্ট অফ ইউক্রেন' পুরস্কারে ভূষিত হন ৷