কিভ, 3 মার্চ: ইউক্রেনের (explosion in Ukraine) রাজধানী কিভের একটি মেট্রো স্টেশনের কাছে দুটি বিস্ফোরণের শব্দে আতঙ্ক আরও তীব্র হল ৷ ইউক্রেনের (Ukraine Russia war) সংবাদমাধ্যম কিভ ইন্ডিপেনডেন্ট জানিয়েছে, স্থানীয় সময় অনুযায়ী বুধবার দ্রুঝবি নারোদিভ মেট্রো স্টেশনে দুটো জোরাল বিস্ফোরণের শব্দ (explosions heard near Kyiv's metro station) শোনা গিয়েছে ৷
তারা জানিয়েছে, "কিভের দ্রুঝবি নারোদিভ মেট্রো স্টেশনের কাছে তৃতীয় ও চতুর্থ বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে ৷ কিভে আকাশপথে ভ্রমণে সতর্কতা জারি করা হয়েছে (Air alert in Ukraine)৷ নিকটবর্তী আশ্রয়ে যেতে বলা হয়েছে স্থানীয় বাসিন্দাদের ৷" কিভ, কিভ ওবলাস্ট, মাকোলেইভ, এলভিভ, ঝাইতোমর ও অন্যান্য এলাকায় আকাশপথে সতর্কতা জারি করা হয়েছে ৷
আরও পড়ুন:Quad Virtual Meet : ভয়াবহ যুদ্ধ পরিস্থিতি, আজ কোয়াড গোষ্ঠীর ভার্চুয়াল বৈঠকে প্রধানমন্ত্রী