কিভ, 27 ফেব্রুয়ারি : ভোলোদিমির জেলেনেস্কি ৷ ইউক্রেনের প্রেসিডেন্ট (Ukraine President Volodymyr Zelenskyy) ৷ সাম্প্রতিক সময়ে তিনিই চর্চায় ৷ যদিও এর আগেও তিনি এমন কিছু কাজ করেছেন, যার জেরে তাঁর নাম মুখে মুখে আলোচিত হয়েছে ৷ তবে তিনি তখন ইউক্রেনের প্রেসিডেন্ট ছিলেন না ৷
ঘটনাটি 2006 সালের ৷ সেই সময় তিনি নাচের একটি রিয়ালিটি শো-য়ে অংশগ্রহণ করেছিলেন ৷ সেই সময় তার পারফরম্যান্স অনেকেরই নজর কেড়েছিল ৷ সেই প্রতিযোগিতায় তিনি জিতেওছিলেন ৷ সেই শো-য়ের কিছু মুহূর্ত আবার ভাইরাল হয়েছে ৷ সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিয়ো অনেকেই শেয়ার করেছেন (ukraine president volodymyr zelenskyy old video viral amid russian invasion) ৷