কিভ, 1 মার্চ: ইউক্রেনে ক্লাস্টার বোমা, ভ্যাকুয়াম বোমা ও অস্ত্র নিয়ে আক্রমণ শানাচ্ছে রাশিয়া (Vacuum Bomb in Russia Ukraine War) ৷ অভিযোগ মানবাধিকার দল ও ইউক্রেনে আমেরিকার রাষ্ট্রদূতের (Ukraine envoy to US) ৷ নানা সময়ে এই অস্ত্র ও বোমার তীব্র নিন্দা করেছে আন্তর্জাতিক মহল ৷
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও হিউম্যান রাইটস ওয়াচের দাবি, ইউক্রেনের যুদ্ধে বিশ্বব্যাপী নিষিদ্ধ ক্লাস্টার বিস্ফোরক ব্যবহার করছে রাশিয়ার সেনাবাহিনী (Russia using Vacuum Bomb in its invasion) ৷ উত্তরপূর্ব ইউক্রেনের একটি প্রিস্কুলে আশ্রয় নিয়েছেন সেখানকার মানুষ ৷ তার উপরও হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছে অ্যামনেস্টি ৷
আমেরিকায় ইউক্রেনের দূত ওসকানা মারকারোভা মার্কিন কংগ্রেসের সদস্যদের সঙ্গে বৈঠকের পর জানান, ভ্যাকুয়াম বোমা হিসেবে পরিচিত থার্মোবারিক অস্ত্রের প্রয়োগ করেছে রাশিয়া ৷ তাঁর কথায়, "আজ তারা ভ্যাকুয়াম বোমা নিক্ষেপ করেছে ৷ ইউক্রেনে হানা দিয়ে রাশিয়া যে ভাবে ধ্বংসলীলায় নেমেছে, তা ক্রমে বাড়ছে ৷"