পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

US Bans Russian Oil-Gas Imports : চাপ আরও বাড়াতে রাশিয়ার তেল-গ্যাস আমদানিতে নিষেধাজ্ঞা বাইডেনের - জো বাইডেনের নিষেধাজ্ঞা

রাশিয়ার উপর অর্থনৈতিক চাপ আরও বাড়াতে এবার সে দেশের তেল ও গ্যাস আমদানি আমেরিকায় নিষিদ্ধ ঘোষণা করলেন জো বাইডেন (Biden announces ban on Russian Oil-Gas Imports) ৷

War in Ukraine
চাপ আরও বাড়াতে রাশিয়ার তেল-গ্যাস আমদানিতে নিষেধাজ্ঞা বাইডেনের

By

Published : Mar 9, 2022, 9:38 AM IST

ওয়াশিংটন, 9 মার্চ : ইউক্রেনের (Ukraine Crisis) উপর সামরিক অভিযানের জন্য রাশিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক চাপ আরও বাড়াল আমেরিকা ৷ রাশিয়ার থেকে তেল ও গ্যাস আমদানিতে নিষেধাজ্ঞা জারি করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (Biden announces ban on Russian Oil-Gas Imports) ৷

ইউরোপীয় সমমনোভাবাপন্ন দেশগুলির সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন বাইডেন ৷ তবে তিনি এও বলেছেন যে, সেই দেশগুলিও আমেরিকার মতো কড়া সিদ্ধান্ত নেওয়ার অবস্থায় নেই ৷ তাই তারা রাশিয়ার শক্তিসম্পদ আমদানি করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি নাও করতে পারে ৷

এই নিয়ে হোয়াইট হাউসে মার্কিন প্রেডিসেন্ট বলেন, "আজ এটা ঘোষণা করছি যে, রাশিয়ার অর্থনীতির প্রধান অস্ত্রকে এ বার নিশানা করছে মার্কিন যুক্তরাষ্ট্র ৷ আমরা রাশিয়ার থেকে তেল, গ্যাস ও যাবতীয় শক্তিসম্পদের আমদানি নিষিদ্ধ করছি ৷ এর অর্থ হল, রাশিয়ার তেল আর মার্কিন বন্দরে গ্রহণ করা হবে না এবং এ ভাবেই মার্কিন নাগরিকরা পুতিনের যুদ্ধ অস্ত্রে জোরালো আঘাত করবে ৷"

আরও পড়ুন:Indians Evacuation From Sumy : 12টি বাসের লম্বা কনভয়ে সুমি ছাড়লেন সকল ভারতীয়, জানাল বিদেশমন্ত্রক

ইউক্রেনের (Russia-Ukraine War) রাষ্ট্রপতি ভোলোদিমির জেলেনস্কি আমেরিকা ও পশ্চিমি দেশগুলির কাছে রাশিয়ার তেল ও গ্যাস আমদানিতে নিষেধাজ্ঞা জারি করার আবেদন জানিয়েছিলেন ৷ তাঁরই অনুরোধে সাড়া দিয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন জো বাইডেন ৷ তিনি সাংবাদিকদের বলেছেন, "আমেরিকাবাসী ইউক্রেনের মানুষকে সবরকম ভাবে সাহায্য করছে, আর এটা স্পষ্ট করে দিয়েছে যে তারা কোনও ভাবেই পুতিনের যুদ্ধকে ভর্তুকি জোগাবে না ৷"

আমেরিকার এই সিদ্ধান্তে পরিস্থিতি আরও অগ্নিগর্ভ হতে পারে ৷ বাইডেন বলেছেন, "পুতিনকে আরও যন্ত্রণা দেওয়ার জন্য আমরা এই পদক্ষেপ করছি ৷ তবে সে জন্য আমেরিকাকেও কিছুটা মূল্য চোকাতে হবে ৷ আমেরিকার মানুষকে শুরু থেকেই বলেছি, স্বাধীনতা রক্ষার চাপ আমাদের উপরও এসে পড়বে ৷" যদিও বাইডেন প্রশাসনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে মার্কিন চেম্বার অফ কমার্স ৷

আরও পড়ুন : Sanction on Russia : যুদ্ধের জেরে নিষেধাজ্ঞায় শীর্ষে রাশিয়া

আমেরিকার থেকে রাশিয়ার শক্তি সম্পদের উপর অনেক বেশি নির্ভরশীল ইউরোপ ৷ তবে মঙ্গলবার তারা ঘোষণা করেছে যে, এ বছর রাশিয়া থেকে দুই-তৃতীয়াংশ কম গ্যাস আমদানি করা হবে বলে পরিকল্পনা করা হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details