ওয়াশিংটন, 9 মার্চ : ইউক্রেনের (Ukraine Crisis) উপর সামরিক অভিযানের জন্য রাশিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক চাপ আরও বাড়াল আমেরিকা ৷ রাশিয়ার থেকে তেল ও গ্যাস আমদানিতে নিষেধাজ্ঞা জারি করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (Biden announces ban on Russian Oil-Gas Imports) ৷
ইউরোপীয় সমমনোভাবাপন্ন দেশগুলির সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন বাইডেন ৷ তবে তিনি এও বলেছেন যে, সেই দেশগুলিও আমেরিকার মতো কড়া সিদ্ধান্ত নেওয়ার অবস্থায় নেই ৷ তাই তারা রাশিয়ার শক্তিসম্পদ আমদানি করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি নাও করতে পারে ৷
এই নিয়ে হোয়াইট হাউসে মার্কিন প্রেডিসেন্ট বলেন, "আজ এটা ঘোষণা করছি যে, রাশিয়ার অর্থনীতির প্রধান অস্ত্রকে এ বার নিশানা করছে মার্কিন যুক্তরাষ্ট্র ৷ আমরা রাশিয়ার থেকে তেল, গ্যাস ও যাবতীয় শক্তিসম্পদের আমদানি নিষিদ্ধ করছি ৷ এর অর্থ হল, রাশিয়ার তেল আর মার্কিন বন্দরে গ্রহণ করা হবে না এবং এ ভাবেই মার্কিন নাগরিকরা পুতিনের যুদ্ধ অস্ত্রে জোরালো আঘাত করবে ৷"
আরও পড়ুন:Indians Evacuation From Sumy : 12টি বাসের লম্বা কনভয়ে সুমি ছাড়লেন সকল ভারতীয়, জানাল বিদেশমন্ত্রক