নয়াদিল্লি, 27 ফেব্রুয়ারি : অবশেষে রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনায় রাজি হল ইউক্রেন (Ukraine agrees to peace talks with Russia on Belarus-Ukraine border) ৷ রবিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনেস্কির (Ukraine President Volodymyr Zelenskyy) সঙ্গে বেলরুশের প্রেসিডেন্টের কথা হয় ৷ সেখানেই রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনায় বসতে সম্মত হন তিনি ৷
এর আগে রাশিয়ার তরফে বেলারুশে আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছিল ৷ কিন্তু জেলেনেস্কি সেই প্রস্তাব খারিজ করে দেন ৷ কারণ, বেলারুশের দিক থেকে রাশিয়ার সেনার একটা অংশ ইউক্রেনে আক্রমণ করেছিল ৷
শেষ পর্যন্ত ঠিক হয়েছে আলোচনা হবে ইউক্রেন ও বেলারুশ সীমান্তে ৷ প্রিপ্যাট নদীর পাশে হবে দু'দেশের শান্তি আলোচনা ৷ বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোকে ইউক্রেনের প্রেসিডেন্ট জানিয়েছেন যে ওই জায়গায় তাঁর দেশের প্রতিনিধিরা যাবেন ৷ একই সঙ্গে তিনি স্পষ্ট করে দিয়েছেন যে এই আলোচনার কোনও পূর্বশর্ত থাকবে না ৷