কিভ, 5 মার্চ: সংঘর্ষের মাঝে আটকে পড়া সাধারণ মানুষকে উদ্ধার করে আনতে শনিবার সকালে ইউক্রেনের দুই শহরে সাড়ে পাঁচ ঘণ্টার যুদ্ধবিরতির ঘোষণা করেছিল রাশিয়া ৷ কিন্তু মারিউপোল ও ভলনোভাখা শহরে এই যুদ্ধবিরতির সময়সীমা শেষ হওয়ার আগেই রাশিয়ার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনল ইউক্রেন (Ukraine accuses Russia) ৷
মারিউপোলের সিটি কাউন্সিলকে উদ্ধৃত করে সংবাদসংস্থা রয়টার্স জানিয়েছে, রাশিয়ার তরফে যুদ্ধবিরতির মধ্যেও হামলা চালানো হয়েছে এই শহরে ৷ রুশ বাহিনী এই যুদ্ধবিরতি উলঙ্ঘন করায় এখানে ব্যহত হয়েছে নাগরিকদের নিরাপদে বের করে আনার প্রক্রিয়া ৷ এমনকি উদ্ধারকাজ বন্ধ করে, সাধারণ মানুষকে ফের বাঙ্কারগুলিতে ফিরে যেতে বলা হয়েছে ৷
তবে ইউক্রেনের আনা এই অভিযোগ নস্যাৎ করেছে ক্রেমলিন ৷ রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক পাল্টা দাবি করেছে, ইউক্রেনের উগ্র জাতীয়তাবাদীরাই সেখানকার নাগরিকদের দেশ ছেড়ে যেতে বাধা দিচ্ছে ৷ ইউক্রেনের পরিকল্পনা ছিল মারিউপোল থেকে প্রায় 2 লাখ ও ভলনোভাখা থেকে 15 হাজার মানুষকে রেডক্রসের সাহায্যে উদ্ধার করা ৷ কিন্ত সেই পরিকল্পনা কতটা বাস্তবায়িত হল সেই প্রশ্ন উঠছে ইউক্রেনের এই অভিযোগের পর ৷
আরও পড়ুন : সুমিতে আটকে থাকা পড়ুয়াদের নিয়ে চিন্তিত ভারত, যুদ্ধবিরতির অনুরোধ রাশিয়া-ইউক্রেনকে
এদিন ভারতস্থিত রাশিয়ার দূতাবাসের তরফে একাধিক অভিযোগ আনা হয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি-সহ পশ্চিমের দেশগুলির বিরুদ্ধে ৷ রাশিয়ার অভিযোগ, স্টিঞ্জার মিসাইল, অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল ইউক্রেনে পাঠিয়ে বিদেশি রাষ্ট্রগুলি এই যুদ্ধে আরও উত্তেজনা ছড়াচ্ছে এবং উদ্ধারকাজে ব্যাঘাত তৈরি করছে ৷ বিদেশের 16 হাজার যোদ্ধাকে ইউক্রেনে আনার পরিকল্পনা করেছেন জেলেনস্কি ৷ পোল্যান্ড হয়ে ক্রোয়েশিয়ার প্রায় 200 আগ্নেয়াস্ত্র ইতিমধ্যেই ইউক্রেনে ঢুকেছে ৷ বিচ্ছিন্নতাবাদীদেরও অস্ত্র দিচ্ছে ইউক্রেন ৷ রাশিয়ার অভিযোগ, আমেরিকাও বিদেশের বিভিন্ন জঙ্গিগোষ্ঠীর সদস্যদের ইউক্রেনে পাঠানোর ফন্দি আঁটছে ৷ পশ্চিমি দেশগুলি থেকে ইউক্রেনে অস্ত্র আসার পাশাপাশি, ব্রিটেন, ডেনমার্ক, লাটভিয়া, পোল্যান্ড এবং ক্রোয়েশিয়া সরকার তাদের নাগরিকদের সেখানে যুদ্ধের জন্য পাঠাচ্ছে বলেও রুশ দূতাবাস অভিযোগ করেছে ৷