রিডিং , 22 জুন :পশ্চিম লন্ডনের রিডিংয়ের ফোরবারি গার্ডেন পার্কে ছুরি হামলার ঘটনার পিছনে জঙ্গি যোগ রয়েছে । ব্রিটিশ পুলিশের তরফে একথা জানানো হয়েছে । যদিও গতকাল ঘটনার পর প্রথমে সেখানকার পুলিশের তরফে বলা হয়েছিল যে, এটা কোনও জঙ্গি হামলা নয় । ঘটনার তদন্ত জারি ছিল । এরপরই গতকাল ব্রিটিশ পুলিশের তরফে জানানো হয় , এই ঘটনা আসলে জঙ্গি হামলা ।
শনিবার সন্ধেয় রিডিংয়ের একটি পার্কে ছুরি নিয়ে হামলা চালায় এক ব্যক্তি । ঘটনায় মৃত্যু হয় তিনজনের । গুরুতর আহত হন তিনজন । ঘটনায় ওই অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ । হামলাকারী লিবিয়ার নাগরিক বলে জানা গেছিল । যদিও অভিযুক্তের পরিচয় প্রকাশ করেনি পুলিশ । ব্রিটেনের জাতীয় সংবাদসংস্থা প্রেস অ্যাসোসিয়েশন এবং অন্যান্য সংবাদসংস্থায় হামলাকারীর নাম খাইরি সাদাল্লাহ বলে প্রকাশ করা হয় । সে রিডিংয়ে থাকত ।
ঘটনার পর থেকেই পুলিশ আধিকারিকরা পার্কের রাস্তায় টহল দেওয়া শুরু করেন । পাশাপাশি পার্কের কাছাকাছি কয়েকটি নীল-সাদা তাঁবু তৈরি করা হয়েছিল । এরপরই গতকাল ব্রিটিশ পুলিশের তরফ জানানো হয় , হামলার সঙ্গে জঙ্গি যোগ রয়েছে ।