পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

"ব্রেক্সিট কার্যকর করতে না পারা সবচেয়ে দুঃখের", প্রধানমন্ত্রিত্ব ছাড়ছেন থেরেসা

জীবনের সেরা আক্ষেপ ব্রেক্সিট কার্যকর করতে না পারা । আদ্র চোখে কনজ়ারভেটিভ পার্টির প্রধানের পদ থেকে পদত্যাগের কথা ঘোষণা করে বললেন থেরেসা মে ।

May

By

Published : May 24, 2019, 5:35 PM IST

Updated : May 25, 2019, 2:09 AM IST

লন্ডন, 24 মে : পদত্যাগের কথা ঘোষণা করলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী থেরেসা মে। আগামী 7 জুন তিনি কনজ়ারভেটিভ পার্টির প্রধানের পদ ছাড়বেন । তবে নতুন প্রধানমন্ত্রী শপথ না নেওয়া পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলাবেন । আজ এই ঘোষণার সময় তিনি বলেন, ব্রেক্সিট কার্যকর করতে না পারা সবচেয়ে দুঃখের ।

2016 সালের 13 জুলাই ব্রিটেনের প্রধানমন্ত্রী হন থেরেসা মে। 2016-র জুনে গণভোটে UK-র জনগণ ব্রেক্সিটের পক্ষে রায় দেন। পদত্যাগ করেন তৎকালীন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরুন। প্রধানমন্ত্রী হন থেরেসা মে । তাঁর প্রধান দায়িত্ব ছিল ব্রেক্সিট কার্যকর করা ।

তিনবছর ধরে চেষ্টা করেও ব্রেক্সিট কার্যকর করাতে পারেননি তিনি । দলের সাংসদদের সমর্থন জোগাড় করতে পারেননি । তারপর আজ সকালে 10, ডাউনিং স্ট্রিটে প্রধানমন্ত্রীর অফিশিয়াল রেসিডেন্স থেকে পদত্যাগের কথা ঘোষণা করেন থেরেসা মে ।

Last Updated : May 25, 2019, 2:09 AM IST

ABOUT THE AUTHOR

...view details