লন্ডন, 20 জানুয়ারি:ব্রিটেনে মাস্ক পরাটা আর বাধ্যতামূলক নয় (mandatory face masks)৷ থাকছে না ওয়ার্ক ফ্রম হোমও ৷ ওমিক্রনের সংক্রমণ ক্রমে হ্রাস পাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ঘোষণা করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন (Boris Johnson rolling back COVID 19 measures)৷ আগামী সপ্তাহ থেকেই কোভিড সংক্রান্ত অন্যান্য বিধিনিষেধও প্রত্যাহার করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি ৷
বরিস জনসন জানিয়েছেন, "আমাদের বিজ্ঞানীরা মনে করেন যে, দেশজুড়ে ওমিক্রনের সংক্রমণ শীর্ষে পৌঁছে গিয়েছে ৷ তাই এখন থেকে সরকার আর মানুষকে ওয়ার্ক ফ্রম হোম করতে বলবে না ৷" বিশ্বের মধ্যে ব্রিটেনই প্রথম টিকা তৈরি করে এবং ইউরোপে সবার আগে টিকা চালু করা দেশগুলির মধ্যে ব্রিটেন অন্যতম বলে দাবি করেন জনসন ৷ তাঁর কথায়, "আমরা নিজেরাই টিকা তৈরিতে সবচেয়ে বেশি সরব হওয়ার কারণেই এটা সম্ভব হয়েছে ৷ আমরা গত গ্রীষ্মে সবকিছু খোলা রাখার কঠোর সিদ্ধান্ত নিয়েছি, যখন অন্য সবাই বলেছিল এটা উচিত হবে না ৷ এই শীতে যখন অন্যরা লকডাউন করে রেখেছে, তখনও আমাদের সব খোলা ছিল ৷ সেই কারণে ইউরোপে আমাদেরই অর্থনীতি এবং সমাজ সবচেয়ে উন্মুক্ত এবং জি-7-এর মধ্যে আমরা সবচেয়ে দ্রুত এগিয়ে চলা অর্থনীতির দেশ ৷"
আরও পড়ুন:First Omicron death in UK : ব্রিটেনে ওমিক্রনে প্রথম মৃত্যু নিশ্চিত করলেন জনসন