পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

কৃষকদের শিবিরে হামলা, আতঙ্কিত ব্রিটেনের 2 শিখ এমপি - তনমনজিৎ সিং দেশাই

26 জানুয়ারির অশান্তির পর দিল্লির বিভিন্ন সীমানায় কৃষকদের অস্থায়ী শিবিরের উপর হামলা শুরু হয়েছে৷ তাতে প্রশ্ন উঠেছে কর্তব্যরত পুলিশবাহিনীর ভূমিকা নিয়েও ৷ ঘটনায় আতঙ্কিত ব্রিটিশ পার্লামেন্টের দুই শিখ সদস্য়৷ টুইটারের পাশাপাশি সংবাদমাধ্য়মেও ঘটনার তীব্র প্রতিবাদ করেছেন তাঁরা ৷

uk mps expresses horrors at attempts to clear farmers protest sites on delhi border
লেবার পার্টির এমপি প্রীত গিল

By

Published : Jan 31, 2021, 5:22 PM IST

লন্ডন, 31 জানুয়ারি : যেভাবে ‘‘পুলিশ ও উন্মত্ত জনতা’’ দিল্লির তিনটি সীমানা থেকে আন্দোলনরত কৃষকদের তাড়ানোর চেষ্টা করছে, তাতে আতঙ্কিত ব্রিটিশ পার্লামেন্টের দুই শিখ সদস্য৷ ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন তাঁরা৷ এঁদের মধ্যে একজন হলেন লেবার পার্টির এমপি প্রীত গিল৷ কৃষকদের শিবিরের হামলার একটি ভিডিয়ো টুইটারে পোস্ট করে তিনি লেখেন, ‘‘কৃষকদের শান্তিপূর্ণ আন্দোলনকে দমাতে তাঁদের অস্থায়ী শিবিরে হামলা চালানো হচ্ছে ৷ পুলিশের চোখের সামনে মহিলা, শিশু ও প্রবীণদের উপর অত্য়াচার করা হচ্ছে ৷ এটা অত্যন্ত বেদনাদায়ক ৷’’

এই প্রসঙ্গে সংবাদমাধ্যমেও মুখ খুলেছেন প্রীত৷ তিনি বলেন,‘‘যে ছবি গোটা বিশ্বে ছড়িয়ে পড়িয়েছে, তা হৃদয় বিদারক৷ কৃষকদের অবদানে ভারতের প্রত্য়েক নাগরিকের গর্ব হওয়া উচিত৷ সেই কারণেই তাঁদের অন্নদাতা বলা হয়৷ বিশ্বব্য়াঙ্কের প্রাক্তন প্রধান কৌশিক বসুও কৃষকদের আন্দোলনকে সমর্থন করেছেন৷ অথচ, দেশের পুলিশ সহনাগরিকদের উপরই লাঠি চালাচ্ছে৷’’

ঘটনার প্রতিবাদে সোচ্চার হয়েছেন এমপি তনমনজিৎ সিং দেশাইও৷ টুইটারে এক রক্তাক্ত কৃষকের ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘‘বিশ্ব দেখছে৷’’ এই পরিস্থিতির জন্য সরাসরি কেন্দ্রের মোদি সরকারকেই কাঠগড়ায় তুলেছেন তনমনজিৎ৷ টুইটারে তিনি লিখেছেন, ‘‘হিংসাকে কখনই ক্ষমা করা যায় না৷ কিন্তু যাঁরা ক্ষমতায় আছেন, তাঁরাই যদি এতে মদত দেন, তাতে আন্দোলনের ভিত আরও পোক্ত হবে৷ পুলিশ এবং উন্মত্ত জনতা যেভাবে কৃষকদের ওঠানোর চেষ্টা করছে, তা হতবাক করে দিয়েছে৷’’

সংবাদমাধ্য়মে তনমনজিৎ বলেন, ‘‘প্রশাসনের আন্দোলনকারীদের সহযোগিতা করা উচিত৷ তাঁদের অধিকাংশ শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছেন৷ তাই তাঁদের কথা শোনা উচিত৷’’

আরও পড়ুন: জাতীয় পতাকার অপমানে স্তম্ভিত দেশ, মন কি বাতে প্রধানমন্ত্রী

প্রসঙ্গত, ইতিমধ্য়েই ব্রিটিশ বিদেশ সচিব ডমিনিক রাবকে চিঠি লিখেছেন 23টি গুরুদ্বার এবং শিখ সংগঠনের নেতারা৷ তাঁদের আবেদন, ভারতে যেভাবে কৃষক আন্দোলনকে ঘিরে ‘‘পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে’’ এবং ‘‘কৃষকদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে, তার প্রতিবাদ জানাক ব্রিটেন৷

ABOUT THE AUTHOR

...view details