পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

জামিনের আবেদন ফের খারিজ নীরব মোদির - britain

জামিন দিলে প্রভাব খাটাতে পারেন নীরব মোদি । এই যুক্তিকে তাঁর জামিনের আবেদন খারিজ কোর্টের ।

nirav

By

Published : Jun 12, 2019, 8:33 PM IST

লন্ডন, 12 জুন : নীরব মোদির জামিনের আবেদন খারিজ করল ব্রিটেনের রয়্যাল কোর্ট অফ জাস্টিস । এই নিয়ে চারবার জামিনের আবেদন খারিজ হল নীরব মোদির । পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক প্রতারণায় অভিযুক্ত নীরব মোদি ।

তাঁর জামিনের আবেদন খারিজের প্রসঙ্গে রয়্যাল কোর্ট অফ জাস্টিসের বিচারক ইনগ্রিড সিমলার বলেন, "আমাদের কাছে যথেষ্ট প্রমাণ আছে যাতে এটা বলা যায় জামিন দিলে তিনি (নীরব মোদি) তদন্তে প্রভাব খাটাতে পারেন ।"

এর আগে তিনবার নীরব মোদির জামিনের আবেদন খারিজ করে লন্ডনের ওয়েস্ট মিনস্টার আদালত । গত 19 মার্চ তাঁকে গ্রেপ্তার করা হয় ।

ABOUT THE AUTHOR

...view details